সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ, আটক এক

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৫

সিলেট, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সিলেট ব্যাটালিয়ন (৪৮-বিজিবির) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার ও শনিবার বাংলাদেশ সীমান্তের সোনারহাট, উৎমা, শ্রীপুর, সংগ্রাম, বিছনাকান্দি, বাংলাবাজার, সোনালীচেলা বিওপি অভিযান পরিচালনা করে।

এসময় চোরাচালানি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ফুচকা, কিটক্যাট চকলেট, চিনি, মদ, অবৈধ বিয়ার ও মদ পরিবহনের দায়ে একজন আসামি এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী নৌকা আটক করা হয়।

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ফুচকা, অরিও বিস্কুটসহ চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত ২ টি ট্রাক আটক করে। পরিচালিত অভিযানে আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪৩ লাখ টাকা।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব পণ্য জব্দ করা হয়েছে। আটককৃত আসামিকে ভারতীয় মাদকদ্রব্যসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য মালামালের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিস্তা বাঁচাতে সোচ্চার চবি শিক্ষার্থীরা
৪৯ তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ
কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাস পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
আগামীকাল বিশ্ব পরিসংখ্যান দিবস
ভূমিসেবার মান যত উন্নত হবে, সরকারের সাফল্য তত দৃশ্যমান হবে: ভূমি উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩০১ মামলা
ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতা-কর্মী: বরকত উল্লাহ বুলু
ঋণ অবলোপন বিধিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা 
ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ
১০