জাবির আবৃত্তি সংগঠন ধ্বনি’র নতুন কার্যনির্বাহী কমিটি

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০১
জাবির আবৃত্তি সংগঠন ধ্বনি’র নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি দেবাঞ্জনা দেব ও সাধারণ সম্পাদক অর্পিতা প্রধান। ছবি: কোলাজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবৃত্তি সংগঠন ধ্বনি ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করেছে।

আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী দেবাঞ্জনা দেব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী অর্পিতা প্রধান।

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন, সহ-সভাপতি ইফফাত শারমিন নিঝুম, সহ-সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ শিহাব, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক নাবিলা মাহমুদ, অর্থ সম্পাদক যানিব হাসান মাটিয়া, সহ-অর্থ সম্পাদক রাশেদ রেজা।

এছাড়াও কমিটিতে রয়েছেন, দপ্তর সম্পাদক কাজী জাহানারা হেলেন, সহ-দপ্তর সম্পাদক ফাইমা আক্তার বর্ষা, প্রচার ও যোগাযোগ সম্পাদক হিমাদ্রী শেখর দেবনাথ বাধন, সহ-প্রচার ও যোগাযোগ সম্পাদক মো. আঙ্গুর মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিলি আক্তার শ্রাবন্তী, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাজমুস সাকিব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাবাব শাহরিয়ার অর্ক, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফজলে রাব্বি।

কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আছেন, সুমাইয়া আমিন ঐশী, তাফরিয়া জেরিন রাকা, সুমিত কুন্ডু, আঁখি আক্তার, মোহিনী তামিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের কাছে ফাইনালে টাইব্রেকারে পরাজিত বাংলাদেশ
এবাদতের বোলিং নৈপুন্যে বরিশালকে হারাল সিলেট
শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি 
চিতলমারীতে পূজামণ্ডপ ঘুরে দেখলেন বিএনপি নেতা
পঞ্চগড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র‌্যাবের কড়া নিরাপত্তা 
সেন্টমার্টিন দ্বীপে পর্যটক প্রবেশ কখনো বন্ধ হয়নি : পরিবেশ উপদেষ্টা
নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা
পিএসজির বিপক্ষে খেলতে পারছেন না রাফিনহা, গার্সিয়া
সাংবাদিকতার মূল ভিত্তি সততা : কাদের গনি চৌধুরী
ফ্যাসিবাদের দালাল গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না : রুহুল কবির রিজভী
১০