মাদারীপুরে দুই মাদক কারবারি আটক 

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৫

মাদারীপুর, ২৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় বিশেষ অভিযানে নান্নু দর্জি (৬২) ও নুরু দর্জি (৪২) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় দুইশ’ কেজি গাজা উদ্ধার করা হয়। 

আজ শনিবার দুপুরে জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এসব তথ্য নিশ্চিত করেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। 
এ সময় মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামের নান্নু দর্জির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে অংশ নেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। অভিযানকালে নান্নু দর্জি ও নুরু দর্জি নামের দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের দখল থেকে নয়টি বস্তায় রাখা ৫০ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়, যার ওজন ২০০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। 

তিনি জানান, এ ঘটনায় আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কটিয়াদী ঢাকের হাট 
আমরা এখন জানি বড় টুর্নামেন্টে কিভাবে ম্যাচ জিততে হয় : জ্যোতি
ভারতের কাছে ফাইনালে টাইব্রেকারে পরাজিত বাংলাদেশ
এবাদতের বোলিং নৈপুন্যে বরিশালকে হারাল সিলেট
শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি 
চিতলমারীতে পূজামণ্ডপ ঘুরে দেখলেন বিএনপি নেতা
পঞ্চগড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র‌্যাবের কড়া নিরাপত্তা 
সেন্টমার্টিন দ্বীপে পর্যটক প্রবেশ কখনো বন্ধ হয়নি : পরিবেশ উপদেষ্টা
নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা
পিএসজির বিপক্ষে খেলতে পারছেন না রাফিনহা, গার্সিয়া
১০