মাদারীপুরে দুই মাদক কারবারি আটক 

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৫

মাদারীপুর, ২৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় বিশেষ অভিযানে নান্নু দর্জি (৬২) ও নুরু দর্জি (৪২) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় দুইশ’ কেজি গাজা উদ্ধার করা হয়। 

আজ শনিবার দুপুরে জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এসব তথ্য নিশ্চিত করেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। 
এ সময় মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামের নান্নু দর্জির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে অংশ নেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। অভিযানকালে নান্নু দর্জি ও নুরু দর্জি নামের দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের দখল থেকে নয়টি বস্তায় রাখা ৫০ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়, যার ওজন ২০০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। 

তিনি জানান, এ ঘটনায় আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিস্তা বাঁচাতে সোচ্চার চবি শিক্ষার্থীরা
৪৯ তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ
কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাস পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
আগামীকাল বিশ্ব পরিসংখ্যান দিবস
ভূমিসেবার মান যত উন্নত হবে, সরকারের সাফল্য তত দৃশ্যমান হবে: ভূমি উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩০১ মামলা
ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতা-কর্মী: বরকত উল্লাহ বুলু
ঋণ অবলোপন বিধিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা 
ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ
১০