সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৯

সাতক্ষীরা, ২৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ-সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

আজ শনিবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, পদ্মশাখরা, ভোমরা, কালিয়ানী, মাদরা, হিজলদী ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ৫০ বোতল এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প আভিযানিক দল একই উপজেলার চেকপোস্ট এলাকা হতে আরো ৯ বোতলসহ মোট ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ করে।

এছাড়া, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার রাজ্জাকের মোড় ও কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার আনারস বাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল বড়ালী নামক স্থান হতে ভারতীয় শাড়ি, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা উপজেলার বেড়িবাধ নামক স্থান হতে ভারতীয় ওষুধ, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার ফলমোড় নামক স্থান হতে ভারতীয় শাড়ি, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কালিয়ানী নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গোয়ালপাড়া মাঠ নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ২২ লাখ ১৮ হাজার পাঁচশ’ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০