কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস পালিত 

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৯
কক্সবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত। ছবি: বাসস

কক্সবাজার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘টেকসই উন্নয়নে পর্যটন’ শীর্ষক শ্লোগানকে ধারণ করে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে নয়টায় শহরের সুগন্ধা পয়েন্টে পায়রা ও বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচির সূচনা করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। 

এরপর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি হোটেল-মোটেল জোন এলাকা প্রদক্ষিণ করে লাবনী পয়েন্টে গিয়ে শেষ হয়।

ঘোড়ার গাড়ি, ব্যান্ড দল, ট্যুরিস্ট পুলিশের সুসজ্জিত মোটর বাইক সহকারে র‌্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পর্যটন খাতের ব্যবসায়ী ও কর্মী, বিভিন্ন উন্নয়ন সংস্থা কর্মি সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ আয়োজনে অংশ নেন।

এর পর সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। 

পর্যটন দিবস উপলক্ষে পর্যটন মোটেলসহ তারকা মানের হোটেলগুলোতে রয়েছে নানা আয়োজন। বিভিন্ন সাজে সাজানো হয়েছে পর্যটন এলাকা।

এদিকে, পূজার ছুটিকে সামনে রেখে পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি বলেন, কক্সবাজারের ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পর্যটকরা যেন নির্বিঘ্নে অবকাশ যাপন করতে পারেন সে লক্ষ্যে পুলিশ-প্রশাসন কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কটিয়াদী ঢাকের হাট 
আমরা এখন জানি বড় টুর্নামেন্টে কিভাবে ম্যাচ জিততে হয় : জ্যোতি
ভারতের কাছে ফাইনালে টাইব্রেকারে পরাজিত বাংলাদেশ
এবাদতের বোলিং নৈপুন্যে বরিশালকে হারাল সিলেট
শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি 
চিতলমারীতে পূজামণ্ডপ ঘুরে দেখলেন বিএনপি নেতা
পঞ্চগড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র‌্যাবের কড়া নিরাপত্তা 
সেন্টমার্টিন দ্বীপে পর্যটক প্রবেশ কখনো বন্ধ হয়নি : পরিবেশ উপদেষ্টা
নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা
পিএসজির বিপক্ষে খেলতে পারছেন না রাফিনহা, গার্সিয়া
১০