মহেশপুরে যাত্রীবাহী বাসে মিলল সোনা, আটক ২

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬
ঝিনাইদহের মহেশপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করে বিজিবি। ছবি: বাসস

ঝিনাইদহ, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ঝিনাইদহের মহেশপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

এ সময় স্বর্ণপাচারে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে। একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাকিলাদাড়ী এলাকায় হাজী ডিলাক্স এক্সপ্রেস নামের বাসে অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করা হয়। জব্দকৃত সোনার ওজন দুই কেজি ৩৩১ গ্রাম। 

এর বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার টাকা। এসব স্বর্ণ ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে দাবি করেছে বিজিবি। 

আটকরা হলেন- ঝিনাইদহের কালীগঞ্জের খোদ্দরায় গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস (২৫) ও তার সহযোগী কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে রণজিৎ বিশ্বাস (২৫)।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন।

প্রেস ব্রিফিংয়ে মহেশপুর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে মহেশপুরের কাকিলাদাড়ী এলাকায় হাজী ডিলাক্স সার্ভিসের একটি বাসে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় সৌরভ বিশ্বাসকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে কোটচাঁদপুর বাজার এলাকা থেকে সৌরভ বিশ্বাসের সহযোগী রনজিৎ বিশ্বাসকে আটক করে বিজিবি। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অধিনায়ক জানান, উদ্ধার হওয়া স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। আটক দুইজনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, স্বর্ণ আটকের ঘটনায় দুজনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পরে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ
বাকৃবিতে বিএফআরআই-এর গবেষণা কার্যক্রম পরিদর্শন মৎস্য সচিবের
পঞ্চগড়ে মাঝে মধ্যে উঁকি দিচ্ছে অপরূপ কাঞ্চনজঙ্ঘা
মহাষষ্ঠীর মধ্যদিয়ে ঝিনাইদহে দুর্গোৎসব শুরু
দোহা কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
দৌলতপুরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি
ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
বিশ্ব জলাতঙ্ক দিবসে হবিগঞ্জে আলোচনা সভা 
বরিশাল মহানগর বিএনপির ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীদের মতবিনিময়
১০