ট্রাফিক আইন মেনে চলার আহ্বান বিএমপি কমিশনারের

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৭
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সপ্তাহ শুরু। ছবি: বাসস

বরিশাল, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ‘ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহায়তা করুন’ স্লোগানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। 

আজ রোববার সকাল ১১টায় নগরীর সদর রোডে বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন বিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বলেন, সময় বাঁচাতে গিয়ে অনেকেই ট্রাফিক আইন ভঙ্গ করেন, যা অনেক সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। জীবনের চেয়ে দামী কিছু নেই। তাই সবাইকে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে। আমরা চাই বরিশাল নগরীকে যানজটমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ট্রাফিক সপ্তাহ শুরু করেছি। পূজা মণ্ডপ সংলগ্ন সড়কগুলোতে ট্রাফিক নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

অবৈধ যানবাহন রোধ, গতি নিয়ন্ত্রণ, হেলমেট পরিধানসহ ট্রাফিক পুলিশের যাবতীয় নিয়মাবলী পালনের জন্য নগরবাসীর প্রতি অনুরোধ করেছেন তিনি।

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ট্রাফিক বিভাগ থেকে মালিক-চালকদের প্রতি বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— রেজিস্ট্রেশনবিহীন কোনো যানবাহন রাস্তায় নামানো যাবে না। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো যাবে না। গাড়ির কাগজপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে। বেপরোয়া গতি ও উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক। যত্রতত্র গাড়ি পার্কিং, অহেতুক হর্ণ বাজানো ও ফুটপাত দখল কঠোরভাবে নিষিদ্ধ। 

বিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, নির্দেশনা অমান্য করে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করলে মালিক-চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাফিক পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপ পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ পুলিশ কমিশনার (উত্তর) সুকান্ত সরকার, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীনসহ বিএমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩০১ মামলা
ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতা-কর্মী: বরকত উল্লাহ বুলু
ঋণ অবলোপন বিধিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা 
ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ
শাহজালাল বিমান বন্দরে অগ্নিকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে: দুর্যোগ উপদেষ্টা
বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
ন্যাশনাল টাইম সেন্টারে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের 
গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে পরস্পরকে দোষারোপ ইসরাইল ও হামাসের
দ্বিতীয়বারের মতো ‘মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল ২০২৫’-এ বাংলাদেশের অংশগ্রহণ
১০