কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৭:০৮
আজ কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত। ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ৭ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় আজ ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’- শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কুমিল্লা জেলা শাখা বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। 

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। 

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, কুমিল্লা জেলা শাখার সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান আকন্দের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী এবং কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. তৃপ্তীষ চন্দ্র ঘোষ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবীণ হিতৈষী সংঘ, কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদার।

সভায় বক্তারা বলেন, প্রবীণ নাগরিকদের কল্যাণ ও মর্যাদা রক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। প্রবীণদের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে জাতির সম্পদ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে সকল প্রবীণ নাগরিকদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও নভেম্বরেই গণভোটের দাবি রাজনৈতিক দলগুলোর
গাজায় ইসরাইলকে ‘সংযম’ প্রদর্শনের আহ্বান জার্মানির
সৌদি আরবে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’
বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর ইন্তেকালে ছাত্রশিবিরের শোক
আগামী নির্বাচনে রাজপথ ফুল বিছানো হবে না : রুহুল কবির রিজভী 
মেট্রোরেলের নিরাপত্তা পর্যালোচনা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের
ইবতেদায়ির ৫ম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা নীতিমালা প্রকাশ
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
সালমান শাহ হত্যাকাণ্ড : সামীরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘বন্দর চেয়ারম্যান ও স্টেক হোল্ডারদের বৈঠকে যৌক্তিক ও বাস্তবসম্মত ট্যারিফ নির্ধারণ হবে’
১০