বাংলাদেশে কন্যাশিশুদের ক্ষমতায়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত কানাডার

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৯:৪১
ছবি: সংগৃহীত

ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশে কানাডার হাইকমিশন বিশ্বব্যাপী কন্যাশিশুদের অধিকার, নেতৃত্ব ও মত প্রকাশকে সমর্থনের অঙ্গীকারের অংশ হিসেবে লিঙ্গসমতা ও কন্যাশিশুদের ক্ষমতায়নে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

১১ অক্টোবর ‘আন্তর্জাতিক কন্যাশিশু দিবস’ উপলক্ষে দেয়া এক বার্তায় কানাডীয় হাইকমিশন ‘আমি যে মেয়ে, নেতৃত্ব দিই পরিবর্তনে-সংকটের সম্মুখভাগে মেয়েরা’ প্রতিপাদ্যকে সামনে রেখে উল্লেখ করে বলেছেন, মেয়েরা শুধু চ্যালেঞ্জ মোকাবিলা করছে না, বরং অনিশ্চয়তা ও সংকটকালে উদ্ভাবনী সমাধান গঠনে নেতৃত্ব দিচ্ছে।

বার্তায় বলা হয়, জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে সহনশীলতা গড়ে তোলা থেকে শুরু করে স্থানীয় উদ্ভাবনে নেতৃত্বদান পর্যন্ত, বাংলাদেশসহ বিশ্বে মেয়েরা সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত প্রতিবন্ধকতা মোকাবিলায় নেতৃত্ব, দৃঢ়তা ও সাহসিকতার পরিচয় দিয়ে যাচ্ছে।

বার্তায় আরো উল্লেখ করা হয়, ‘কানাডা বাংলাদেশের মেয়েদের নেতৃত্ব বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ পরিবেশ, সহজলভ্য শিক্ষা এবং মত প্রকাশ, কর্ম ও বিকাশের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে।’

হাইকমিশন আরো জানায়, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু সহনশীলতা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে নেওয়া উদ্যোগের মাধ্যমে কন্যাশিশুদের ক্ষমতায়ন কানাডার বৈশ্বিক উন্নয়ন ও মানবাধিকার কর্মসূচির অগ্রাধিকারে রয়েছে।

বার্তায় আরো বলা হয়, ‘আজ এবং প্রতিদিন’ কানাডা মেয়েদের পাশে রয়েছে। তাদের স্বপ্ন, মত প্রকাশ ও পরিবার, সমাজ ও দেশজুড়ে রূপান্তরমূলক পরিবর্তনে নেতৃত্বদানের ক্ষমতাকে সমর্থন করে।

বাংলাদেশে লিঙ্গসমতার অগ্রগতিতে কানাডা দীর্ঘদিনের অংশীদার বিশেষ করে নারীদের অর্থনৈতিক ও নাগরিক জীবনে অংশগ্রহণ এবং কিশোরীদের শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সহায়ক কর্মসূচি গ্রহণ করে আসছে। 

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালনের উদ্দেশ্য হলো- মেয়েদের অধিকার জোরালোভাবে তুলে ধরা এবং বৈষম্য, সহিংসতা ও অসমতার বাইরে প্রতিটি মেয়ের সম্ভাবনা বিকাশে বৈশ্বিক পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানানো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০