ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশে কানাডার হাইকমিশন বিশ্বব্যাপী কন্যাশিশুদের অধিকার, নেতৃত্ব ও মত প্রকাশকে সমর্থনের অঙ্গীকারের অংশ হিসেবে লিঙ্গসমতা ও কন্যাশিশুদের ক্ষমতায়নে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
১১ অক্টোবর ‘আন্তর্জাতিক কন্যাশিশু দিবস’ উপলক্ষে দেয়া এক বার্তায় কানাডীয় হাইকমিশন ‘আমি যে মেয়ে, নেতৃত্ব দিই পরিবর্তনে-সংকটের সম্মুখভাগে মেয়েরা’ প্রতিপাদ্যকে সামনে রেখে উল্লেখ করে বলেছেন, মেয়েরা শুধু চ্যালেঞ্জ মোকাবিলা করছে না, বরং অনিশ্চয়তা ও সংকটকালে উদ্ভাবনী সমাধান গঠনে নেতৃত্ব দিচ্ছে।
বার্তায় বলা হয়, জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে সহনশীলতা গড়ে তোলা থেকে শুরু করে স্থানীয় উদ্ভাবনে নেতৃত্বদান পর্যন্ত, বাংলাদেশসহ বিশ্বে মেয়েরা সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত প্রতিবন্ধকতা মোকাবিলায় নেতৃত্ব, দৃঢ়তা ও সাহসিকতার পরিচয় দিয়ে যাচ্ছে।
বার্তায় আরো উল্লেখ করা হয়, ‘কানাডা বাংলাদেশের মেয়েদের নেতৃত্ব বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ পরিবেশ, সহজলভ্য শিক্ষা এবং মত প্রকাশ, কর্ম ও বিকাশের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে।’
হাইকমিশন আরো জানায়, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু সহনশীলতা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে নেওয়া উদ্যোগের মাধ্যমে কন্যাশিশুদের ক্ষমতায়ন কানাডার বৈশ্বিক উন্নয়ন ও মানবাধিকার কর্মসূচির অগ্রাধিকারে রয়েছে।
বার্তায় আরো বলা হয়, ‘আজ এবং প্রতিদিন’ কানাডা মেয়েদের পাশে রয়েছে। তাদের স্বপ্ন, মত প্রকাশ ও পরিবার, সমাজ ও দেশজুড়ে রূপান্তরমূলক পরিবর্তনে নেতৃত্বদানের ক্ষমতাকে সমর্থন করে।
বাংলাদেশে লিঙ্গসমতার অগ্রগতিতে কানাডা দীর্ঘদিনের অংশীদার বিশেষ করে নারীদের অর্থনৈতিক ও নাগরিক জীবনে অংশগ্রহণ এবং কিশোরীদের শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সহায়ক কর্মসূচি গ্রহণ করে আসছে।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালনের উদ্দেশ্য হলো- মেয়েদের অধিকার জোরালোভাবে তুলে ধরা এবং বৈষম্য, সহিংসতা ও অসমতার বাইরে প্রতিটি মেয়ের সম্ভাবনা বিকাশে বৈশ্বিক পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানানো।