‘রেড লেডি পেঁপে’ চাষে সফল পটুয়াখালীর তরুণ উদ্যোক্তা নাজমুল 

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৯:৩৮ আপডেট: : ১১ অক্টোবর ২০২৫, ২০:১৫
ছবি : বাসস

এনামুল হক এনা

পটুয়াখালী, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় 'রেড লেডি পেঁপে’ এখন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের হোগলা গ্রামের তরুণ উদ্যোক্তা মো. নাজমুলের উৎপাদিত 'রেড লেডি পেঁপে'র ব্যাপক চাহিদা রয়েছে জেলাসহ উপজেলাজুড়ে। 

১০০ শতাংশ জমিতে উন্নত জাতের পেঁপে আবাদ করেন তরুণ উদ্যোক্তা নাজমুল (৩০)। তার বাগান থেকে উপজেলার চাহিদা মিটিয়ে জেলার বিভিন্ন উপজেলায় পেঁপে সরবরাহ করেন তিনি। মাসে ৮০০ কেজির বেশি পাকা ও কাচা পেঁপে বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন নাজমুল। ঢাকায় চাকরি ছেড়ে কৃষিতে মনোনিবেশ করে এখন সফলতার হাসি হাসছেন তরুণ উদ্যোক্তা নাজমুল। 

সরেজমিনে উপজেলার হোগলা গ্রামে গিয়ে কথা হয় সফল উদ্যোক্তা নাজমুলের সাথে। তিনি তার বাগান দেখিয়ে বলেন, আমি আগে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম। একপর্যায় আমার চাকরি ভালো না লাগায় বাড়িতে চলে আসি। এসময় নিজে একটা কিছু করার চিন্তা করি। সে চিন্তা থেকে সময়ে আমি কৃষির প্রতি আগ্রহী হই। তখন আমি সিদ্ধান্ত নেই একটি পেঁপে বাগান করার। পরবর্তীতে ১০০ শতাংশ জমিতে উন্নত জাতের 'রেড লেডি পেঁপে' আবাদ শুরু করি। এখন আলহামদুলিল্লাহ, আমি পেপে বাগান করে স্বাবলম্বী। আমার পেপে বাগানে ২-৪ জন লোক কাজ করে জীবিকা নির্বাহ করছেন।

তিনি আরো বলেন, আমি পেঁপে বাগান করে ভালো আয় করছি। পেঁপে চাষে কৃষি অফিস থেকে আমাকে সরকারি সুবিধা দেওয়া হচ্ছে। আমার ইচ্ছে এই বাগান আরো বড় পরিসরে করার। যদি সরকারিভাবে আরো সহায়তা পাই তাহলে আমি একটি বড় বাগান করবো। 

পেঁপে চাষের প্রধান শত্রু হলো পানি উল্লেখ করে নাজমুল জানান, আমাদের এই অঞ্চলে যে পরিমান বৃষ্টি হয় তাতে পেঁপে চাষ করা কঠিন হয়ে পরে। সরকারের কাছে আমার আবেদন- আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেমন- গ্রিনহাউজ পদ্ধতি করতে যদি হেল্প করা হয় তাহলে আমরা পেঁপে চাষে ভালো করবো। তাহলে পেঁপে চাষে অনেকেই আগ্রহী হবেন।

তিনি আরও বলেন, আমি এই পেঁপে বাগানের আয় থেকে আমার পরিবারের সব চাহিদা পূরণ করে থাকি। আমার বাগান থেকে সাপ্তাহে ২০০ কেজি পেঁপে বিক্রি হয়। আমি রেড লেডি পেপে উপজেলার বিভিন্ন বাজারে এবং জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকি। প্রতি কেজি কাচা পেঁপে বিক্রি করি ৫০ থেকে ৬০ টাকা। আর পাকা পেঁপে বিক্রি করি ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। তিনি বলেন, মানুষ এর প্রতি ব্যাপক আগ্রহী হওয়ার কারণ হচ্ছে- পেঁপে অনেক মিষ্টি হয়। এছাড়া এ পেঁপের ভেতরটা রক্তের মতো লাল টকটকে।

নাজমুলের পেঁপে বাগানের সাফল্য দেখে ওই এলাকার অনেকেই পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠেছেন। তারমধ্যে একজন মেহেদি হাসান (৩০)। তিনি বলেন, নাজমুল ভাইয়ের পেঁপের বাগান দেখে আমারও একটি বাগান করার শখ জেগেছে। তাই আমি একটি পেঁপে বাগান করেছি। আমাকে বৃুদ্ধি ও পরামর্শ দিয়ে তিনি সহায়তা করেন। আলহামদুলিল্লাহ। আমার পেঁপে বাগানে অনেক পেপের ফলন হয়েছে। এতে আমি অনেক খুশি। 

নাজমুলের আরেক প্রতিবেশী মো. মুজাহিদ (৩৫) বলেন, আমি আগে বাড়িতে দু’একটি পেঁপে চারা রোপণ করতাম। এখন আমি নাজমুল ভাইয়ের বাগান দেখে অনুপ্রাণিত হয়ে নিজেই একটি বাগান করেছি। আমার বাগানে অধিক পেঁপের ফলন হয়েছে। এখন আমি পেঁপে বিক্রি করে স্বাবলম্বী। পাশাপাশি পরিবারের ফলের চাহিদা মেটাতে পারছি। আমার বাগান থেকে প্রতিবেশী ও আত্মীয়দের মাঝেও পেঁপে উপহার দিচ্ছি। আমার দেখাদেখি তারাও পেঁপে চাষে ঝুকছেন।

এ বিষয়ে বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, রেড লেডিসহ বিভিন্ন জাতের পেঁপে চাষে আমাদের অফিস থেকে কৃষক ও তরুণ উদ্যোক্তা নাজমুলকে সরকারি সব সুবিধা দেওয়া হচ্ছে। আমরা কিটনাশক থেকে শুরু করে বীজও দিয়ে থাকি। সার্বক্ষণিক আমাদের মনিটরিংয়ে থাকেন কৃষি উদ্যোক্তারা। এমনকি তাদের বিভিন্ন সময়ে তথ্য দিয়েও সহায়তা করে থাকেন কৃষি কর্মকর্তারা। আমরা রেড লেডি চাষের সফল উদ্যোক্তা কৃষক নাজমুলের জন্য শুভ কামনা জানাচ্ছি। তার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০