ভোলার মেঘনায় সিমেন্ট বোঝাই জাহাজ ডুবি 

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৯:৪৯
মেঘনায় সিমেন্ট বোঝাই জাহাজ ডুবি । ছবি : বাসস

ভোলা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে এমভি সৌমী-১ নামে একটি সিমেন্টবেঝাই কার্গো জাহাজ ডুবে গেছে।

আজ শনিবার দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার চৌকিঘাটা মাছ ঘাটের অদূরে মধ্য মেঘনায় এ ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শীরা জানায়, এমভি টিটু-৫৪ নামের অপর একটি জাহাজের ধাক্কায় এমভি সৌমি-১ মালবাহী জাহাজটি ডুবে যায়। এতে এমভি সৌমি-১ জাহাজে থাকা ১৮ হাজার বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে। 

জাহাজ মালিকের দাবি, এ ঘটনায় তাঁর ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ডুবে যাওয়া জাহাজের মাস্টার মো. আমিনুল ইসলাম দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে গতকাল শুক্রবার দুপুরে ভোলার দৌলতখানের মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়ে যায় এমভি সৌমি-১। আজ শনিবার দুপুরে বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ নামের অপর জাহাজটি সৌমি-১-কে সজোরে ধাক্কা দেয়ায় সৌমি-১ জাহাজের তলা ফেটে গিয়ে ডুবে যায়। পরে জাহাজে থাকা ৬ নাবিককে স্থানীয় জেলেদের সহযোগিতায় ট্রলারযোগে উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার আমিনুল হক জানান, তাঁরা বারবার ভিএইচএফ মেরিন রেডিওতে আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ জাহাজটিকে সতর্ক করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি আরও জানান, জাহাজে থাকা সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। 

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান গণমাধ্যমকে জানান, এমভি টিটু-৫৪ জাহাজের ধাক্কায় সৌমি-১ নামের জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌমি-১ জাহাজের মাস্টার আমিনুল ইসলাম এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০