ভোলার মেঘনায় সিমেন্ট বোঝাই জাহাজ ডুবি 

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৯:৪৯
মেঘনায় সিমেন্ট বোঝাই জাহাজ ডুবি । ছবি : বাসস

ভোলা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে এমভি সৌমী-১ নামে একটি সিমেন্টবেঝাই কার্গো জাহাজ ডুবে গেছে।

আজ শনিবার দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার চৌকিঘাটা মাছ ঘাটের অদূরে মধ্য মেঘনায় এ ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শীরা জানায়, এমভি টিটু-৫৪ নামের অপর একটি জাহাজের ধাক্কায় এমভি সৌমি-১ মালবাহী জাহাজটি ডুবে যায়। এতে এমভি সৌমি-১ জাহাজে থাকা ১৮ হাজার বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে। 

জাহাজ মালিকের দাবি, এ ঘটনায় তাঁর ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ডুবে যাওয়া জাহাজের মাস্টার মো. আমিনুল ইসলাম দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে গতকাল শুক্রবার দুপুরে ভোলার দৌলতখানের মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়ে যায় এমভি সৌমি-১। আজ শনিবার দুপুরে বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ নামের অপর জাহাজটি সৌমি-১-কে সজোরে ধাক্কা দেয়ায় সৌমি-১ জাহাজের তলা ফেটে গিয়ে ডুবে যায়। পরে জাহাজে থাকা ৬ নাবিককে স্থানীয় জেলেদের সহযোগিতায় ট্রলারযোগে উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার আমিনুল হক জানান, তাঁরা বারবার ভিএইচএফ মেরিন রেডিওতে আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ জাহাজটিকে সতর্ক করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি আরও জানান, জাহাজে থাকা সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। 

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান গণমাধ্যমকে জানান, এমভি টিটু-৫৪ জাহাজের ধাক্কায় সৌমি-১ নামের জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌমি-১ জাহাজের মাস্টার আমিনুল ইসলাম এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
কলাপাড়ায় কৃষক বাজারে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
দুই বছর পর স্কুলে ফিরতে শুরু করেছে গাজার শিশুরা 
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় ৪ জন নিহত
কেনিয়ার ভূমিধসে ২১ জনের প্রাণহানি, নিখোঁজ ৩০ 
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১০