বাগেরহাটের মোল্লাহাটে আঞ্চলিক সমাবেশ ও ৩১ দফা লিফলেট বিতরণ বিএনপির

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৩:৩৮
ছবি : বাসস

বাগেরহাট, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কদমতলায় আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু শনিবার রাতে কদমতলা স্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দিপু বলেন, ‘আমি আপনাদের গ্রামের সন্তান। যদি আমি দলীয় মনোনয়ন পাই এবং সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে আপনাদের মুখ উজ্জ্বল হবে।’

বাগেরহাট জেলা আইনজীবী বারের সাতবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি দিপু বলেন, ‘আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি, ভবিষ্যতেও করবো। আমি কেবল দলীয় নেতাকর্মী নই, এ গ্রামের সন্তান। আমি আমার গ্রামের সকল মানুষের দোয়া ও ভালোবাসা নিয়েই চলতে চাই।’

আটজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নেয়ামত আলী মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আরিফুজ্জামান অপু, মুশফিকুর রহমান, গোলাম মোস্তফা চান, জামিল শেখ ও কিরণ ঢালী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরিফুল ইসলাম শিমুল ও রিপন শেখ ফোরকান।

সমাবেশে স্থানীয় ইউনিয়নের নেতাুকর্মী ও সাধারণ মানুষ বিপুল উৎসাহে অংশ নেন। এসময় উপস্থিতদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনে বিদেশি পর্যটক বাড়াতে মাস্টারপ্ল্যান প্রণয়ন
গুজব, অপতথ্য ও ডিপফেক রুখে দিতে তথ্য কর্মকর্তাদের কাজ করতে হবে : তথ্য সচিব
মাগুরায় টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন
চট্টগ্রামে ২ হাজার ৫০০ কেজি মা ইলিশ জব্দ, লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে যুবক উদ্ধার
পাটের দাম ভালো পাওয়ায় খুশি চাঁপাইনবাবগঞ্জের চাষিরা
দুদক-এর মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন নামঞ্জুর
রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু
নভেম্বরের তৃতীয় সপ্তাহে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫’ উদযাপনের উদ্যোগ
‎ঝালকাঠিতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন: ১ লাখ ৫৮ হাজার ৪৯৭ শিশু এ টিকার আওতায়
১০