চট্টগ্রাম, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে এক যুবককে অপহরণের ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার করেছে র্যাব।
এ সময় অপহরণের সঙ্গে জড়িত পাঁচ জনকে আটক করা হয়। ওই যুবকের নাম মো. সবুজ ফরাজী (২৭)।
আ রোববার র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর বন্দরটিলার আয়শার মার গলি এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে অপহৃত সবুজ ফরাজীকে উদ্ধার করা হয়।
এ সময় মো. মুছা, মো. সোহেল, মো. রিয়াজ, মো. তাসিন ও মো. রায়হান নামের পাঁচ জনকে আটক করা করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব কর্মকর্তা এআরএম মোজাফফর হোসেন জানান, বাগেরহাটের শরণখোলা উপজেলার বাসিন্দা সবুজ ফরাজী আগে সিইপিজেডে চাকরি করতেন। গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে বন্দরটিলা এলাকায় গেলে ১১-১২ জন ব্যক্তি তাকে মারধর করে জোরপূর্বক রিকশায় তুলে নিয়ে যায়।
পরে অপহরণকারীরা তার স্ত্রীর কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
তিনি আরও জানান, সবুজের পরিবারের অভিযোগের ভিত্তিতে র্যাব-৭ অভিযান চালিয়ে শনিবার রাত সাড়ে
১১টার দিকে সবুজকে উদ্ধার করে ও পাঁচ অপহরণকারীকে আটক করে।