
রাঙ্গামাটি, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে রাঙ্গামাটিতে আনসার সদস্যদের ৪র্থ ধাপের মৌলিক প্রশিক্ষণ শেষে আজ সনদপত্র প্রদান করা হয়েছে।
সোমবার সকালে কাপ্তাই উপজেলার শিলছড়ি আনসার ব্যাটালিয়নের পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
শিলছড়ি আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল আফসার চৌধুরী'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক মো. সাইফুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ প্রমুখ।
এ অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য বর্তমান সরকার বদ্ধ পরিকর। এ নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আনসার বাহিনী। গ্রামাঞ্চলের মানুষের নিরাপত্তা এবং দেশের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় ভুমিকা রাখে আনসার বাহিনী। দিন দিন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এই বাহিনী ।
১৪ দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে ৫শ ৪০ জন আনসার সদস্যকে প্রশিক্ষণ দেয়া হয়।