হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সচেতন হতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৩:৪৮ আপডেট: : ০২ নভেম্বর ২০২৫, ১৭:৪৮
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রোববার সুনামগঞ্জ পিটিআই’তে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি : বাসস

সুনামগঞ্জ, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকসহ সকলকেই সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। 

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আজ রোববার তিনি এ কথা বলেন।

সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এর হাসনরাজা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ বিশেষ অতিথির বক্তৃতা দেন। এছাড়া, অতিরিক্ত সচিব তসলিমা আক্তার, প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে এম মোহাম্মদ শামসুল হক ও সিলেট শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. নুরুল ইসলামসহ আরও অনেকে এতে উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিশুদের স্বাস্থ্যে বিষয়ে সকলকে সচেতন হতে হবে। শারীরিক ও মানসিক বিকাশের জন্য শিশুরা যাতে খেলাধুলা করে সে দিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, কবিতা, গান ও আবৃত্তির মতো কো-কারিকুলাম শিশুদের মানসিক বিকাশে সহায়ক হিসেবে কাজ করে।

শিশুদের মমত্ববোধ বিকাশে শিক্ষকদের জাগ্রত থাকতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের আইডল হিসেবে শিক্ষকদের নিজেকে প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়েই শিক্ষকদের পাঠদানে মনোনিবেশ করতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এছাড়া, সভা পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষিকা সুমনা তালুকদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা
তেহরানের খেলনা জাদুঘর : শৈশব স্মৃতির জীবন্ত ভুবন
নাইজেরিয়ায় সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ট্রাম্প
লালমনিরহাটে শীতের আগমনী বার্তায় সরগরম সবজি ক্ষেত
কুমিল্লায় সীমান্ত এলাকা থেকে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ 
রাজশাহীতে পুলিশের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ পরিদর্শন করলেন আইজিপি
৪ মন্ত্রণালয়ে নতুন সচিব
পদ্মার পানির ন্যায্য বণ্টন নিয়ে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময়
হামাস আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিল ইসরাইলকে
বর্ণাঢ্য আয়োজনে সিকৃবির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
১০