নাইজেরিয়ায় সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ট্রাম্প

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১২:৩৯

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টান হত্যাকাণ্ডের প্রেক্ষিতে রোববার আবারও দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন। 

সমস্যা সমাধানের জন্য নাইজেরিয়ার প্রেসিডেন্ট বৈঠকের পরামর্শ দেওয়ার পর তিনি এ হুমকি দিলেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় চলমান ‘খ্রিস্টান নির্যাতন ও হত্যাকাণ্ড’ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তবে ‘সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে’।

ট্রাম্প নাইজেরিয়ায় স্থলভাগে মার্কিন সেনা মোতায়েন বা বিমান হামলার কথা বিবেচনা করছেন কি—না— এয়ার ফোর্স ওয়ানে থাকা এএফপি একজন সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, হতে পারে। আমি বলতে চাইছি, অনেক কিছু, আমি অনেক কিছুরই পরিকল্পনা করছি।

তিনি আরো বলেন, ‘সেখান তারা খ্রিস্টানদের হত্যা করছে এবং তাদের প্রচুর সংখ্যায় হত্যা করছে। আমরা তা হতে দেব না।’  

শনিবার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে ট্রাম্প বলেছেন, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে খ্রিস্টধর্ম ‘একটি অস্তিত্বগত হুমকির মুখোমুখি’ হচ্ছে বলে সতর্ক করেন।

এর একদিন পর তিনি পেন্টাগনকে নাইজেরিয়ায় সম্ভাব্য আক্রমণ পরিকল্পনা তৈরি করতে বলেছেন।

নাইজেরিয়া প্রায় সমানভাবে মুসলিম-প্রধান উত্তর এবং মূলত খ্রিস্টান-প্রধান দক্ষিণে বিভক্ত। দেশটি ধর্মীয় সংঘাতে জড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে খ্রিস্টান ও মুসলিম উভয়ই নির্বিচারে হত্যা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্তে তিনমাসে প্রায় ২১ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ 
খুলনাকে হারিয়ে প্রথম জয় রাজশাহীর
বিএনপির মনোনয়ন ঘোষণা: খালেদা জিয়া ৩টি ও তারেক রহমান একটি আসনে প্রার্থী
সাতক্ষীরায় বিআরটিএ’র ১৮ কোটি ৬৮ লাখ টাকা রাজস্ব আদায় 
সেঞ্চুরির স্বপ্ন নিয়ে দিন শেষ করলেন মুশফিক
পুলিশে ২৭৩ জন উপ-পরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতি
বাউয়েট ক্যাম্পাসে দিনব্যাপী প্রযুক্তি মেলা 
গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী ও আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত
৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন
এডিবির স্বাধীন মূল্যায়নে বাণিজ্য অর্থায়নের সাফল্য তুলে ধরা হয়েছে
১০