
চাঁপাইনবাবগঞ্জ, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পানির ন্যায্য বণ্টনের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে জেলা শহরের শহীদ সাটু হল কমপ্লেক্সে চাঁপাইনবাবগঞ্জ বিএনপি এ মতবিনিময়ের আয়োজন করে।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. শাহজাহান মিঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা মো. হারুনুর রশীদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলাম। এছাড়া সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক আলহাজ্ব মো. তোসিকুল ইসলাম তোসি, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. আশরাফুল হক, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নুজরুল ইসলাম ও জেলা যুবদলের আহবায়ক মো. তবিউল ইসলাম তারিফ বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. শাহজাহান মিঞা বলেন, পদ্মা-গঙ্গার পানি শুধু ভারতের না এই পানিতে আমাদের নায্য অধিকার আছে। শুষ্ক মৌসুমে যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন ভারত ফারাক্কা ব্যারেজের সব দরজা বন্ধ করে দেয়। আর বর্ষা বা বন্যা মৌসুমে সবগুলো দরজা খুলে দেয় যার ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বড় বন্যার সৃষ্টি হয়।
তিনি বলেন, পদ্মার পানির নায্য অধিকার পেতে হলে আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা যদি তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্বভার তুলে দেন তবে এ অঞ্চলের মানুষ পদ্মার পানির নায্য অধিকার পাবেন।
মতবিনিময় সভায় বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।