খুলনাকে হারিয়ে প্রথম জয় রাজশাহীর

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৯:২৪

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরে প্রথম জয়ের দেখা পেল রাজশাহী বিভাগ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ রাজশাহী ৭ উইকেটে হারিয়েছে খুলনাকে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৪৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৬৮ রান করেছিল খুলনা। ফলে ৯ উইকেট হাতে নিয়ে ৭৯ রানে পিছিয়ে ছিল খুলনা।

তৃতীয় দিন সব উইকেট হারিয়ে ২৫৫ রানে গুটিয়ে যায় খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া এনামুল হক ৩৪ এবং অমিত মজুমদার-জিয়াউর রহমান ও ইয়াসিন মুনতাসির ৩২ রান করে করেন। খুলনার পক্ষে নাহিদ রানা ও আলি মোহাম্মদ ওয়ালিদ ৩টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১০৯ রানের টার্গেট ওপেনার হাবিবুর রহমান সোহানের হাফ-সেঞ্চুরিতেই স্পর্শ করে ফেলে রাজশাহী। ৪টি চার ও ৩টি ছক্কায় ৬৮ বলে ৬২ রান করেন সোহান। এছাড়া সাব্বির হোসেন ২৫ ও সাব্বির রহমান অপরাজিত ১২ রান করেন।

২ ম্যাচে ১টি করে জয় ও হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী। ২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে নেমে গেল খুলনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০