সেঞ্চুরির স্বপ্ন নিয়ে দিন শেষ করলেন মুশফিক

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৯:১৯

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : সেঞ্চুরির স্বপ্ন নিয়ে জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষ করলেন সিলেট বিভাগের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ঢাকা বিভাগের বিপক্ষে তৃতীয় দিন শেষে ৯৩ রানে অপরাজিত আছেন মুশি। ফলে দিন শেষে ৭ উইকেটে ২৬০ রান তুলেছে সিলেট। ৩ উইকেট হাতে নিয়ে এখনও ৫০ রানে পিছিয়ে তারা। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩১০ রান করে ঢাকা বিভাগ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ৩৩ রান করেছিল সিলেট।

তৃতীয় দিন দলীয় ৭১ রানে প্রথম উইকেট হারায় সিলেট। ৫টি চারে ৪৩ রানে আউট হন ওপেনার ও অধিনায়ক জাকির হাসান।

প্রথম উইকেট পতনের পর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারায় সিলেট। এতে ১১৮ রানের মধ্যে পাঁচ ব্যাটার সাজঘরে ফিরে যান। সৈকত আলি ২৭, অমিত হাসান ৩, মিজানুর রহমান সায়েম ১২ ও আসাদুল্লাহ গালিব ১৩ রান করেন।

পঞ্চম উইকেটে ঢাকা বিভাগের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন মুশফিক ও শাহানুর রহমান। শতরানের জুটি গড়েন তারা। জুটিতে ৮৮ বলে ৩০ রান যোগ করে পেসার রিপন মন্ডলের শিকার হন শাহানুর। এরপর তোফায়েল আহমেদের ৩৪ বলে ২৭ রানে আড়াইশ পার করে সিলেট।

হাফ-সেঞ্চুরি তুলে সেঞ্চুরির আশা জাগান জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিক। দিন শেষে ৯৩ রানে অপরাজিত আছেন তিনি। ১৭০ বল খেলে ৪টি চার ও ২টি ছক্কা মারেন মুশি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯তম সেঞ্চুরির জন্য কাল মাঠে নামবেন জাতীয় দলের হয়ে ৯৮ টেস্ট খেলা মুশফিক।

ঢাকা বিভাগের রিপন-নাজমুল ও এনামুল ২টি করে উইকেট নন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০