সাতক্ষীরা সীমান্তে তিনমাসে প্রায় ২১ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৯:৩০

-আসাদুজ্জামান- 

সাতক্ষীরা, ৩ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় গত তিনমাসে সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানকালে প্রায় ২১ কোটি টাকার ভারতীয় বিভিন্ন মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

একই সময়ে সীমান্ত থেকে ১২ জন চোরাকারবারী ও মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।  

আজ সোমবার বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) সদর দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) আওতাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে গত ১ আগস্ট হতে ৩১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত পৃথক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময়ের মধ্যে ভারতীয় আগরবাতি, কীটনাশক, খেল, থ্রি পিস, ব্লাউজ, স্যালো মেশিন, মোটর সাইকেল, দুধ, ইঁদুর মারা বিষ, ট্রাক, মোবাইল, বিড়ি, প্রেসার কুকার, শাল চাঁদর,  প্রসাধনী সামগ্রী, শাড়ি, ওষুধ, বোরকা প্রভৃতি মালামালের পাশাপাশি হেরোইন, মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, নেশা জাতীয় সিরাপ, ক্যাটাগ্রা ট্যাবলেট, সিন্ডনাফিল ট্যাবলেট, টেপডল ট্যাবলেটসহ ভারতীয় বিভিন্ন মাদক দ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য আনুমানিক ২০ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। একই সময়ে ১২ জন চোরাকারবারী ও মাদক কারবারিকে আটক করা হয়।  

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, জব্দকৃত মালামাল চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় সেগুলো জব্দ করা হয়। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারনে সীমান্তে মাদক চোরাচালান ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। 

তিনি জানান, জব্দকৃত মাদকদ্রব্য সহ বিজিবি কর্তৃক আটক ১২ জন আসামীকে সাতক্ষীরা সদর থানা ও কলারোয়া থানায় মামলা দায়েরসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা করা হয়েছে এবং জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে। 
তিনি আরও জানান, জব্দকৃৃত ভারতীয় মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন করতঃ সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০