সাতক্ষীরায় বিআরটিএ’র ১৮ কোটি ৬৮ লাখ টাকা রাজস্ব আদায় 

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৯:২২ আপডেট: : ০৩ নভেম্বর ২০২৫, ১৯:২৬

আসাদুজ্জামান 

সাতক্ষীরা, ৩ নভেম্বর ২০২৫ (বাসস): বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল থেকে বিগত ২০২৪-২৫ অর্থবছরে ১৮ কোটি ৬৮ লক্ষ ৭৬ হাজার ১’শ ২৫ টাকা রাজস্ব আদায় করেছে। 

এ ছাড়াও জেলাতে ধারাবাহিকভাবে যানবাহনের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইলাখ ৩৯ হাজার ছয়শ’ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে রেজিষ্ট্রেশন, মালিকানা, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, রুট পারমিট খ্যাতসহ মোবাইল কোর্ট জরিমানা থেকে উক্ত রাজস্ব আদায় করা হয়েছে। 

আজ সোমবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী উসমান সরওয়ার আলম এসব তথ্য জানান। 

তিনি জানান, বিগত ২০২৪- ২৫ অর্থবছরে সাতক্ষীরা সার্কেলে মোট ৫ হাজার ৮৩৬টি মোটর সাইকেল ও অন্যান্য যান ২৩ টি রেজিষ্ট্রেশন, মালিকানা বদলী ৫৮০টি, ড্রাইভিং লাইসেন্স ইস্যু ৭ হাজার ৫২১টি, নবায়ন ৮২৭টি, ফিটনেস সার্টিফিকেট ইস্যু ২৩ টি, নবায়ন ২ হাজার সাতশ’ ১৫ টি। রুট পারমিট ইস্যু ২১ টি এবং নবায়ন করা হয়েছে ২৫৪ টি। ডিজিটাল রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (ডিজিটাল স্মার্ট কার্ড) বিতরণ করা হয়েছে ৫ হাজার আটশ’ ৩৬ টি। এছাড়া জেলায় ১২৬টি ভ্রাম্যমান আদালতে ২৯২টি মামলা দায়েরের বিপরীতে দুইলাখ ৩৯ হাজার ছয়শ’ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গ্রাহকদের কাঙ্খিত সেবা প্রদানের ক্ষেত্রে জেলায় বিআরটিএ’র নিজস্ব ভবন না থাকা ও জনবল ঘাটতি সহ বিভিন্ন সীমাবদ্ধতার বিষয়টি উল্লেখ করে প্রকৌশলী উসমান সরওয়ার আলম বলেন, বর্তমানে অনলাইন পদ্ধতিতে ওয়ানস্টপ সার্ভিস দেয়া হচ্ছে। চালকদের জন্য সর্বাধুনিক স্মার্ট লাইসেন্স সরবরাহ করা হচ্ছে। এতে ভুয়া লাইসেন্সধারী চালকের সংখ্যা কমেছে। ফলে মানুষ প্রতারিত হবে না। এছাড়া সাতক্ষীরা সার্কেলের নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক পেজ এর মাধ্যমে গ্রাহকদের সকল অভিযোগ গ্রহণ ও নিস্পত্তি করা হচ্ছে। 

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন ও সেবার মান বৃদ্ধি পেয়েছে। সকল সেবা অনলাইনে প্রদানের ফলে বিআরটিএ অফিসে গিয়ে এখন আর মানুষকে হয়রানি হতে হয়না। এছাড়া জেলা প্রশাসনের কার্যালয়ে বিআরটিএ’র টাকা জমা দেওয়ার জন্য একটি বুথ চালু করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০