হামাস আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিল ইসরাইলকে

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১২:০৬

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : হামাস আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিল ইসরাইলকে। ইসরাইল গতকাল রোববার জানিয়েছে  মার্কিন-মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির অধীনে চলমান জিম্মি-বন্দী বিনিময়ের অংশ হিসেবে গাজা থেকে তারা আরও তিনজন বন্দীর মরদেহ  গ্রহণ করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

অবিরাম সংঘর্ষের মধ্যেও ১০ অক্টোবর থেকে গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি বহাল রয়েছে। যার লক্ষ্য হচ্ছে জীবিত এবং মৃত সকল ইসরাইলি জিম্মিদের ফিরিয়ে দেওয়া।

ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘রেডক্রসের মাধ্যমে তিন মৃত জিম্মির কফিন গ্রহণ করেছে ইসরাইল। মরদেহগুলো প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিনবেতের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে পরিচয় শনাক্তের জন্য মরদেহগুলো শনাক্তকরণ কেন্দ্রে পাঠানো হবে।’

এক মুখপাত্র বলেন, বিশেষজ্ঞরা মৃতদের পরিবারের সঙ্গে আলোচনা করবেন এবং তাদের জানানো হবে যে কী ঘটেছে ও এর ফলাফল কী।

হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, তারা দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে মরদেহগুলো উদ্ধার করেছে।

যুদ্ধবিরতি ঘোষণার সময় হামাস গাজায় ৪৮ জন জিম্মিকে আটকে রেখেছিল, যার মধ্যে ২০ জন জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যুদ্ধবিরতির শুরু থেকেই, হামাস বেঁচে থাকা অপহৃতদের মুক্তি দিয়েছে এবং ২৮ মৃত অপহৃতের মৃতদেহ ফিরিয়ে দিতে শুরু করেছে।

এ পর্যন্ত হামাস যে ১৭টি লাশ ফেরত দিয়েছে, তাদের মধ্যে ১৫ জন ইসরাইলি নাগরিক। বাকি দুজনের একজন থাইল্যান্ডের এবং অপরজন নেপালের নাগরিক।

ইসরাইলের অভিযোগ, হামাস ইচ্ছাকৃতভাবে মরদেহগুলো ফেরত দিতে দেরি করছে। তবে হামাসের দাবি, গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, সেগুলো উদ্ধার করতে সময় লাগছে

তারা বারবার মধ্যস্থতাকারী ও রেড ক্রসের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম এবং কর্মী সরবরাহ করার জন্য অনুরোধ করেছে যাতে মৃতদেহগুলো উদ্ধার করা যায়।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেছেন যে রোববারের হস্তান্তর প্রমাণ করে যে দলটি ‘যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহগুলো ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।’

একটি ইসরাইলি সংগঠন, যা অপহৃতদের পরিবারের প্রতিনিধিত্ব করে, সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা দৃঢ় পদক্ষেপ নেয় এবং নিশ্চিত করে যে সমস্ত মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হবে।

অপহৃত ও নিখোঁজ পরিবারের ফোরাম এক বিবৃতিতে বলেছে, ‘অপহৃতদের পরিবার চায় যে প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে কাজ করুন এবং হামাসের চুক্তি বাস্তবায়ন করতে এবং সমস্ত মৃত অপহৃতদের ইসরাইলে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করুন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্তে তিনমাসে প্রায় ২১ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ 
খুলনাকে হারিয়ে প্রথম জয় রাজশাহীর
বিএনপির মনোনয়ন ঘোষণা: খালেদা জিয়া ৩টি ও তারেক রহমান একটি আসনে প্রার্থী
সাতক্ষীরায় বিআরটিএ’র ১৮ কোটি ৬৮ লাখ টাকা রাজস্ব আদায় 
সেঞ্চুরির স্বপ্ন নিয়ে দিন শেষ করলেন মুশফিক
পুলিশে ২৭৩ জন উপ-পরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতি
বাউয়েট ক্যাম্পাসে দিনব্যাপী প্রযুক্তি মেলা 
গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী ও আবুল হাসান রুবেল নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত
৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন
এডিবির স্বাধীন মূল্যায়নে বাণিজ্য অর্থায়নের সাফল্য তুলে ধরা হয়েছে
১০