নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৬:২৪
ছবি: বাসস

নড়াইল, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় মাসুম ফকির হত্যা মামলায় আশা বেগম  ও আরাফত শেখ নামে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও  প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং রোমান ভূঁইয়া (৩৩) নামে এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড  ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়া আসামি শাবানা খাতুনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত, আশা বেগম (৩০) লোহাগড়া থানার বারইপাড়া গ্রামের মোতালেব সরদারের মেয়ে ও নড়াইল সদর উপজেলার খলিশাখালী-নাকশী গ্রামের তৌহিদ শেখের প্রাক্তন স্ত্রী। আরাফাত শেখ (৩২)  খলিশাখালী নাকশী গ্রামের ওসমান শেখের ছেলে।

রায় ঘোষনার সময় আশা বেগম ও আরাফত শেখ আদালতের কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. এস এম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়,সদর উপজেলার নাকশী গ্রামের মৃত তোকাম ফকিরের ছেলে মাসুম ফকির(৩৫) ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি করে তার সন্ধান পাননি।ঘটনার ৫দিন পর ১৩ ডিসেম্বর লোহাগড়া উপজেলার জালালশি গ্রামের তপন বিশ্বাসের বাড়ির সন্নিকট নবগঙ্গা নদীর উত্তর পাড়ের চর থেকে পুলিশ মাসুমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই শহিদুল ফকির বাদী হয়ে নিহত মাসুম ফকিরের প্রেমিকা আশা বেগমকে আসামি করে ১৫ ডিসেম্বর নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।মামলায় দুই নারীসহ চারজনকে আসামি করে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। মোট ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০