চাঁদপুরে তিন দোকান মালিককে জরিমানা

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৯:১২
ছবি : বাসস

চাঁদপুর, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার হাইমচর উপজেলায় তিন দেকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০ হাজার টাকা জরিমানা করেছে।

আজ রোববার দুপুরে উপজেলার আলগী বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে ভাই ভাই বেকারির মালিককে ১০ হাজার, নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে বিসমিল্লাহ সুইটস মালিককে ৫ হাজার এবং জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করার অপরাধে কালু হোটেল মালিককে ৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। 
এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। 

জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
বিশ্ব রেকর্ড গড়লেন মান্ধানা
অনিয়মের অভিযোগে বিডিরেনে দুদকের অভিযান
শিশুর সুরক্ষায় টাইফয়েড টিকাদান কর্মসূচি একটি মাইলফলক : শারমীন এস মুরশিদ
১০