নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ২০:১২
আজ নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ। ছবি : বাসস

নরসিংদী, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় একটি অবৈধ ব্যাটারি কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে সাতজন শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় অবস্থিত কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

দগ্ধ শ্রমিকরা হলেন, দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) এবং সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)। এছাড়া আরও চারজন শ্রমিক সামান্য দগ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচদোনা এলাকায় দীর্ঘদিন ধরে কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে এই ব্যাটারি কারখানাটি পরিচালিত হয়ে আসছে। পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হয় এ কারখানাটিতে। রোববার সকালে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির জানান, সকালে পাঁচদোনা এলাকা থেকে সাতজন দগ্ধ রোগীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দু’জনের শরীরের ৬০ শতাংশ ও একজনের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। প্রাথমিকভাবে ৭ জন আহত হওয়ার খবর পেয়েছি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
১০