নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ২০:১২
আজ নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ। ছবি : বাসস

নরসিংদী, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় একটি অবৈধ ব্যাটারি কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে সাতজন শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় অবস্থিত কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

দগ্ধ শ্রমিকরা হলেন, দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) এবং সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)। এছাড়া আরও চারজন শ্রমিক সামান্য দগ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচদোনা এলাকায় দীর্ঘদিন ধরে কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে এই ব্যাটারি কারখানাটি পরিচালিত হয়ে আসছে। পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হয় এ কারখানাটিতে। রোববার সকালে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির জানান, সকালে পাঁচদোনা এলাকা থেকে সাতজন দগ্ধ রোগীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দু’জনের শরীরের ৬০ শতাংশ ও একজনের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। প্রাথমিকভাবে ৭ জন আহত হওয়ার খবর পেয়েছি। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন প্রধান উপদেষ্টাকেই করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
দেশের সর্বশ্রেষ্ঠ শক্তি তরুণ প্রজন্ম: বাসস চেয়ারম্যান
রাজনৈতিক অঙ্গনে চিন্তাধারার পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য : মজিবুর রহমান মঞ্জু
আলজেরিয়ার জাতীয় দিবসে ইসলামী আন্দোলন বাংলাদেশের শুভেচ্ছা
বইমেলা নিয়ে বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে পুস্তক প্রকাশনী সংস্থার বৈঠক
রাজধানীতে নিষিদ্ধ পলিথিন বিক্রি করায় জরিমানা: ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ
অর্থপাচার প্রতিরোধে সক্ষমতা জোরদারে বিএসইসি ও সিএসই’র কর্মশালা
টেকসই কৃষি উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: কৃষি সচিব
১০