কুমিল্লায় নিষিদ্ধ ‘পিরানহা’ মাছ জব্দ 

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ২০:২৪

কুমিল্লা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার বুড়িচং উপজেলায় আজ ৫০ কেজি নিষিদ্ধ ‘পিরানহা’ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এক মাছ ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ রোববার বেলা ১১টার দিকে বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।

অভিযানকালে বুড়িচং উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলামসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে কংশনগর বাজারের একটি দোকানে নিষিদ্ধ ‘পিরানহা’ মাছ বিক্রির প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত  ৫০ কেজি নিষিদ্ধ ‘পিরানহা’ মাছ জব্দ এবং মাছ ব্যবসায়ী রাসেলকে দুই হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত ‘পিরানহা’ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী জানান, পিরানহা একটি আগ্রাসী বিদেশি মাছ। এটি স্থানীয় প্রজাতির মাছ ধ্বংস করে জীববৈচিত্র্েযর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। সরকার অনেক আগেই ‘পিরানহা’ চাষ, উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করেছে।

বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক বলেন, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও কেউ যদি ‘পিরানহা’ বিক্রির চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
১০