সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ২০:৩৩
সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ । ছবি : বাসস

সাতক্ষীরা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় মালামালসহ মোছা. সুরাইয়া ইয়াছমিন (২৪) নামের এক নারী আটক করেছেন বিজিবি সদস্যরা। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা গ্রামের মো. আব্দুল আজিজের স্ত্রী।

আজ রোববার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা ও ব্যাটেলিয়ন সদর দপ্তর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল শহরের অদূরে বিনেরপোতা বাইপাস নামক স্থানে অভিযান চালায়। এসময় সেখান থেকে পাটকেলঘাটাগামী মোছা. সুরাইয়া ইয়াছমিন নামের এক নারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ভারতীয় এককেজি গাঁজা ও ২২৯ পিস নেশা জাতীয় ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল কলারোয়া উপজেলার আমবাগান নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ, মাদরা বিওপির আভিযানিক দল একই উপজেলার আমবাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ ও শাড়ি, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চৌরঙ্গী মোড় হতে ভারতীয় ওষুধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গোবিন্দকাঠি মাঠ নামক স্থান হতে এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার গোয়ালপাড়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক পাঁচলাখ ৯৪ হাজার ৭৪০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত মালামাল ও আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জব্দকৃত ভারতীয় অন্যান্য মালামাল সাতক্ষীরা কাস্টমসে এবং জব্দকৃত মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন প্রধান উপদেষ্টাকেই করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
দেশের সর্বশ্রেষ্ঠ শক্তি তরুণ প্রজন্ম: বাসস চেয়ারম্যান
রাজনৈতিক অঙ্গনে চিন্তাধারার পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য : মজিবুর রহমান মঞ্জু
আলজেরিয়ার জাতীয় দিবসে ইসলামী আন্দোলন বাংলাদেশের শুভেচ্ছা
বইমেলা নিয়ে বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে পুস্তক প্রকাশনী সংস্থার বৈঠক
রাজধানীতে নিষিদ্ধ পলিথিন বিক্রি করায় জরিমানা: ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ
অর্থপাচার প্রতিরোধে সক্ষমতা জোরদারে বিএসইসি ও সিএসই’র কর্মশালা
টেকসই কৃষি উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: কৃষি সচিব
১০