টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে দেশের শীর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, উপাচার্যের শুভেচ্ছা

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৬:১০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৬-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

এই অর্জনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

এবছর জাবি বিশ্বব্যাপী ৮০১ থেকে ১০০০ র‌্যাংকিংয়ের মধ্যে স্থান পেয়েছে। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে ধারাবাহিক উৎকর্ষের জন্য প্রশংসিত হয়েছে প্রতিষ্ঠানটি।

এক শুভেচ্ছা বার্তায় ভিসি বলেন, ‘এই স্বীকৃতি আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রশাসনে কর্মরতদের আন্তরিক পরিশ্রম এই সফলতা নিয়ে এসেছে।’

তিনি আরো বলেন, ‘এই অর্জন প্রমাণ করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন বিশ্বপরিমণ্ডলে শক্ত অবস্থান তৈরি করে নিচ্ছে। উচ্চশিক্ষায় মান বজায় রাখার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারও এতে স্পষ্টভাবে ফুটে উঠেছে।’

উপাচার্য জানান, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে। গবেষণায় অর্থ বরাদ্দ বৃদ্ধি এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার সুযোগ বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ‘শিক্ষা ও গবেষণার পরিবেশ আরো উন্নত করতে কিছু নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় এ লক্ষ্যে প্রণোদনা ও অতিরিক্ত আর্থিক সহায়তা অব্যাহত রাখবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের মহাকাশ সংস্থার সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ
মুন্সীগঞ্জে ককটেলসহ আটক ১
বাগেরহাটে শরণখোলা রেঞ্জে ৭ হরিণ শিকারি আটক  
ইউক্রেনে রাশিয়ার হামলায় ২ শিশুসহ নিহত ৬
যুগের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রদলকে নতুনভাবে সাজাতে হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
ইংল্যান্ডে ট্রেনে ছুরিকাঘাত : দুই ব্রিটিশ নাগরিক আটক
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
চসিক জলাবদ্ধতা নিরসনে ৫০ শতাংশ অগ্রগতি অর্জন করেছে: মেয়র ডা শাহাদাত হোসেন
ডা. শফিকুর রহমান পুনরায় জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা 
১০