গোসাইরহাটে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৮:২২
ছবি : বাসস

শরীয়তপুর, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১ টায় সরকারি শামসুর রহমান কলেজ অডিটোরিয়ামে শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে গোসাইরহাট, ডামুড্যা, ভেদরগঞ্জ তিন উপজেলা ও পৌরসভার কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম জিলানী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলের প্রতি আনুগত্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করতে হবে। 

স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সংসদ কমিটির সহ সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন বলেন, দলের আদর্শ ও নেতার প্রতি আনুগত্য বজায় রেখে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে জনতার পাশে দাঁড়াতে হবে। জনগণের অধিকার রক্ষায় স্বেচ্ছাসেবক দলই হবে বিএনপি।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারেক আজিজ মোবরক হোসেন ঢালী, সাধারণ সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন নান্টু খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর, দেওয়ান গোলাম মোস্তফা, জিল্লুর রহমান দপ্তরী, ইমামুল হক মেনন, তোতা কতোয়াল, উপজেলা যুবদলের সভাপতি সাখাওয়াত চৌকিদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরদার, গোসাইরহাট উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুজাম্মেল হক রাড়ীসহ ৩ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় চ্যাম্পিয়নশীপের মূলপর্বে খুলনা
বাংলাদেশ জলবায়ু ঋণের ফাঁদে আটকা পড়ছে : মাথাপিছু ঋণ ৮০ ডলার
ফিলিপাইনে ৫.৭ মাত্রার ভূমিকম্প; আহত ১৪
ডিএসসিসি’র ২৫ কোটি টাকা আত্মসাৎ : সাবেক সিইওসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা
খসড়া ভোটার তালিকার সংশোধন আবেদন নিষ্পত্তি করতে কর্তৃপক্ষ নিয়োগ 
উত্তর-পূর্ব স্পেনে বৃষ্টির সতর্কতা কম, ১৮ জন আহত
‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ : রোমে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা
সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদণ্ড
নেত্রকোণায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সাথে প্রশাসনের মতবিনিময় 
পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
১০