গোসাইরহাটে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৮:২২
ছবি : বাসস

শরীয়তপুর, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১ টায় সরকারি শামসুর রহমান কলেজ অডিটোরিয়ামে শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে গোসাইরহাট, ডামুড্যা, ভেদরগঞ্জ তিন উপজেলা ও পৌরসভার কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম জিলানী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলের প্রতি আনুগত্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করতে হবে। 

স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সংসদ কমিটির সহ সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন বলেন, দলের আদর্শ ও নেতার প্রতি আনুগত্য বজায় রেখে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে জনতার পাশে দাঁড়াতে হবে। জনগণের অধিকার রক্ষায় স্বেচ্ছাসেবক দলই হবে বিএনপি।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারেক আজিজ মোবরক হোসেন ঢালী, সাধারণ সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন নান্টু খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর, দেওয়ান গোলাম মোস্তফা, জিল্লুর রহমান দপ্তরী, ইমামুল হক মেনন, তোতা কতোয়াল, উপজেলা যুবদলের সভাপতি সাখাওয়াত চৌকিদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরদার, গোসাইরহাট উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুজাম্মেল হক রাড়ীসহ ৩ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
১০