সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ২২:২৬
ছবি: বাসস

খুলনা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস): গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (চলিত দায়িত্ব) মো. আব্দুল জলিল বলেছেন, খুলনা অঞ্চলের নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে রয়েছে। সরকারের উন্নয়নমূলক কার্যক্রম প্রচারসহ নারীদের উন্নয়নে গণযোগাযোগ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।

আজ রোববার সন্ধ্যায় জেলার বটিয়াঘাটা উপজেলায় ‘শিশু, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সকল ধর্ম মানুষকে সদাচার শেখায়। সৃষ্টিকর্তা নারীদের বেশি গুরুত্ব দিয়েছে। মায়ের চেয়ে আপন আর কেউ নেই। সন্তান যদি খারাপ পথে যায়, মা বেশি কষ্ট পায়। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তান কোথায় যায়, কি করে, তা অভিভাবকদের খোঁজ নিতে হবে।

মহাপরিচালক আরও বলেন, সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলছে। নয় মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড টিকা দিতে হবে। টাইফয়েড টিকা নিয়ে কিছু মানুষ সমাজে গুজব ছড়ানোর চেষ্টা করছে। সকলের প্রচেষ্টায় এই গুজব প্রতিহত করতে হবে।

অনুষ্ঠানে খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, বিভাগীয় জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. ইব্রাহিম-আল-মামুন, শিক্ষক প্রভাস চন্দ্র গাইন, সাবেক শিক্ষক নিরঞ্জন কুমার রায়, প্রদ্যুৎ কুমার রায়, সহকারী শিক্ষক নমিতা রানী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের আয়োজনে এই উঠান বৈঠকে স্থানীয় নারীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
১০