শিগগিই নিয়োগ হচ্ছে ৪ হাজার নিরস্ত্র এএসআই

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৬:৩০

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগের প্রস্তুতি নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৪তম গ্রেডে পদ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য ৪ হাজার এএসআই (নিরস্ত্র) নিয়োগ দেওয়া হবে।

এ লক্ষে গত ৯ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চীফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩ এর উপসচিব আবু সাঈদ সই করেছেন।

এরআগে গত ২১ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব কাজী লুতফুল হাসান সই করা এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই (নিরস্ত্র) (গ্রেড-১৪) পদ রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজনে বর্ণিত শর্তে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।

তবে চিঠিতে বেশকিছু শর্ত দিয়ে দেওয়া হয়। শর্তগুলো হল-সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদগুলো অন্তর্ভুক্ত করে হালনাগাদ সাংগানিক কাঠামো প্রেরণ করা, সরকারি আদেশের নির্দেশনা অনুসরণ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কর্তৃক আরোপিত শর্তাদি যথাযযভাবে অনুস অন্যান্য প্রয়োজনীয় সকল অনুষ্ঠিকতা সম্পন্ন করতে হবে। এছাড়া এ সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান প্রতিপালন নিশ্চিত করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গুয়াতেমালার কারাগার থেকে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত ২০জন পালিয়েছে
গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭ হাজার ৮৬৯
নবীন কর্মকর্তাদের হতে হবে জনবান্ধব ও সেবামুখী : ভূমি সচিব
ঝালকাঠিতে দুদকের ১৮৬তম গণশুনানি 
আসন্ন নির্বাচনে পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করলে কঠোর বিভাগীয় ব্যবস্থা : ডিএমপি কমিশনার
ইতালিতে এফএও সদর দপ্তরে প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা
শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন মঙ্গলবার
গোসাইরহাটে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন
আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের
গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক আবদুল জলিল
১০