বিটিআরসি’র কাছে চেক হস্তান্তর করল বিএসসিপিএলসি

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৬:৫৯
ছবি : বাসস

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ ৯ কোটি ৬ লাখ ৬৮ হাজার ৬৯ টাকার তিনটি চেক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর কাছে হস্তান্তর করেছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের উপস্থিতিতে আজ বুধবার ঢাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলনকক্ষে সচিব আব্দুন নাসের খান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর (অব.) কাছে চেকগুলো হস্তান্তর করেন।

এ সময় সাবমেরিন ক্যাবলসের ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেনসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বিটিআরসি ও সাবমেরিন ক্যাবলসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবমেরিন ক্যাবলস পিএলসির পক্ষ থেকে রেভিনিউ শেয়ারিং বাবদ সাবমেরিন ক্যাবল লাইসেন্সের আওতায় ৩ কোটি ৫৯ লাখ ৩১ হাজার ৮৭৮ টাকা ও আইআইজি লাইসেন্সের আওতায় ২৮ লাখ ৭৯ হাজার ৯৭৭ টাকা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিল খাতে ৫ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ২১৪ টাকার তিনটি পৃথক চেক প্রদান করা হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় পরিচালিত ও পুঁজিবাজারে নিবন্ধিত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি দেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংযোগের প্রধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে যথাযথ দ্বায়িত্ব পালন করছে। এছাড়া, সরকারের রাজস্ব আয়ে উল্লেখযোগ্য অবদান রাখার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০