বিটিআরসি’র কাছে চেক হস্তান্তর করল বিএসসিপিএলসি

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৬:৫৯
ছবি : বাসস

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ ৯ কোটি ৬ লাখ ৬৮ হাজার ৬৯ টাকার তিনটি চেক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর কাছে হস্তান্তর করেছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের উপস্থিতিতে আজ বুধবার ঢাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলনকক্ষে সচিব আব্দুন নাসের খান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর (অব.) কাছে চেকগুলো হস্তান্তর করেন।

এ সময় সাবমেরিন ক্যাবলসের ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেনসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বিটিআরসি ও সাবমেরিন ক্যাবলসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবমেরিন ক্যাবলস পিএলসির পক্ষ থেকে রেভিনিউ শেয়ারিং বাবদ সাবমেরিন ক্যাবল লাইসেন্সের আওতায় ৩ কোটি ৫৯ লাখ ৩১ হাজার ৮৭৮ টাকা ও আইআইজি লাইসেন্সের আওতায় ২৮ লাখ ৭৯ হাজার ৯৭৭ টাকা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিল খাতে ৫ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ২১৪ টাকার তিনটি পৃথক চেক প্রদান করা হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় পরিচালিত ও পুঁজিবাজারে নিবন্ধিত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি দেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংযোগের প্রধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে যথাযথ দ্বায়িত্ব পালন করছে। এছাড়া, সরকারের রাজস্ব আয়ে উল্লেখযোগ্য অবদান রাখার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
তফসিলকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ
রুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যায় গ্রেফতার ১
বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যদের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা শুরু
নির্বাচনের তফসিল ঘোষণায় বরগুনায় আনন্দ মিছিল, উৎসবের আমেজ
তফসিল ঘোষণায় যশোরের মানুষের গণতন্ত্রে ফেরার উৎসব শুরু
তফসিল ঘোষণার পর পরই চুয়াডাঙ্গা জেলা জুড়ে বইতে শুরু করেছে উৎসবের আমেজ
ভোটের মাঠে সরগরম লালমনিরহাট, তফসিলেই জেগেছে নতুন আশা
অস্ট্রেলিয়ায় শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে রেডিটের আইনি চ্যালেঞ্জ
১০