যশোরে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে বিতর্ক উৎসব

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৮:২৬
যশোরে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে বিতর্ক উৎসব। ছবি: বাসস

যশোর, ১৫ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ জাতীয়তাবাদী ছাত্রদলের যশোর এমএম কলেজ শাখার আয়োজনে ভিন্নধর্মী এক বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসের মুক্ত মঞ্চে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

যশোর এমএম কলেজের ১৯টি বিভাগের প্রথমবর্ষের নারী শিক্ষার্থীরা ‘আমার বিভাগ কেন সেরা’- শীর্ষক এই বিতর্ক উৎসবে অংশগ্রহণ করেন। 

বিতর্ক উৎসবের উদ্বোধন করেন যশোর এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম শফিকুল ইসলাম।

বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে এ প্রতিযোগিতা। দুপুরে এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। প্রাণিবিদ্যা বিভাগ প্রথম স্থান, ইতিহাস বিভাগ দ্বিতীয় স্থান এবং পরিবেশ বিভাগ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে। 

এ বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক শাহিদ হোসেন, সহকারী অধ্যাপক খন্দকার হাফিজুল ইসলাম ও সহকারী অধ্যাপক জাহিদ হাসান। 

এ আয়োজন সম্পর্কে ছাত্রদলের যশোর এমএম কলেজ শাখার আহ্বায়ক শেখ হাসান ইমাম বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এ ধরনের আয়োজন করা হয়েছে। 

বিতর্ক উৎসবে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া
১ ও ২ টাকার কয়েন না নেয়ার চেষ্টা আইনের লঙ্ঘন : বাংলাদেশ ব্যাংক
তিরোধান দিবসে লালন উৎসব ও মেলার  উদ্বোধন  ১৭ অক্টোবর
ঢাবির শোক দিবসে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন
জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের স্টল উদ্বোধন
পুলিশ কর্মকর্তাদের দুদকে বদলির আদেশ বাতিল
জাতীয় প্রেসক্লাব টেবিল টেনিসে সৈয়দ মামুন (একক) ও  আনোয়ার হোসেন-জাফর ইকবাল জুটি (দ্বৈত) চ্যাম্পিয়ন
বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমেদ
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা
১০