যশোর, ১৫ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ জাতীয়তাবাদী ছাত্রদলের যশোর এমএম কলেজ শাখার আয়োজনে ভিন্নধর্মী এক বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল থেকে কলেজ ক্যাম্পাসের মুক্ত মঞ্চে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
যশোর এমএম কলেজের ১৯টি বিভাগের প্রথমবর্ষের নারী শিক্ষার্থীরা ‘আমার বিভাগ কেন সেরা’- শীর্ষক এই বিতর্ক উৎসবে অংশগ্রহণ করেন।
বিতর্ক উৎসবের উদ্বোধন করেন যশোর এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম শফিকুল ইসলাম।
বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে এ প্রতিযোগিতা। দুপুরে এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। প্রাণিবিদ্যা বিভাগ প্রথম স্থান, ইতিহাস বিভাগ দ্বিতীয় স্থান এবং পরিবেশ বিভাগ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে।
এ বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক শাহিদ হোসেন, সহকারী অধ্যাপক খন্দকার হাফিজুল ইসলাম ও সহকারী অধ্যাপক জাহিদ হাসান।
এ আয়োজন সম্পর্কে ছাত্রদলের যশোর এমএম কলেজ শাখার আহ্বায়ক শেখ হাসান ইমাম বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এ ধরনের আয়োজন করা হয়েছে।
বিতর্ক উৎসবে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন।