দুই দিন পতনের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ২১:১৪

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : দুই দিন পতনের পর বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। বিনিয়োগকারীদের ‘বার্গেইন হান্টিং’ বা কম দামে শেয়ার কেনার আগ্রহে বাজারে সামান্য ইতিবাচক প্রবণতা দেখা যায়।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১৯ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৫ হাজার ১১৭ পয়েন্ট।

বাজার বিশ্লেষকরা পর্যবেক্ষণ করেছেন, দিনের লেনদেনে শেয়ার বিক্রির প্রবণতা ও বাছাইকৃত ক্রয় আগ্রহের মধ্যে ওঠানামা দেখা গেছে। লেনদেনের শুরুতে সূচক বাড়লেও পরে বিক্রির চাপ বৃদ্ধি পাওয়ায় আশাবাদ কিছুটা ম্লান হয়ে পড়ে এবং সূচক প্রায় অপরিবর্তিত অবস্থায় দিনশেষে স্থিত হয়।

এদিকে মোট লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় ৮ দশমিক ৮ শতাংশ কমে ৪৪০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ লেনদেন হয়েছে সাধারণ বিমা খাতে (১৬ দশমিক ৫ শতাংশ), এরপর ফার্মাসিউটিক্যালস (১২ দশমিক ২ শতাংশ) এবং টেক্সটাইল (৯ দশমিক ৩ শতাংশ)। খাতগুলোর অবস্থান ছিল মিশ্র; এর মধ্যে সাধারণ বিমা (১ দশমিক ৮ শতাংশ), জীবন বিমা (১ দশমিক ৪ শতাংশ) ও প্রকৌশল (০ দশমিক ৬ শতাংশ) খাত সবচেয়ে বেশি লাভে ছিল।

অন্যদিকে, পাট (-২ দশমিক ১ শতাংশ), কাগজ (-১ দশমিক ৪ শতাংশ) ও সিরামিক (-১ দশমিক ১ শতাংশ) খাতে পতন লক্ষ্য করা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, ১৭৬টির দাম কমেছে এবং অপরিবর্তিত ছিল ৬৮টির দর।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল। সূচকের সিলেকটিভ ক্যাটাগরি ইনডেক্স  (সিএসসিএক্স) ২৩ দশমিক ৩ পয়েন্ট এবং অল শেয়ার প্রাইস ইনডেক্স (ক্যাসপি) ৩৬ পয়েন্ট কমেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
তফসিলকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ
রুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যায় গ্রেফতার ১
বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যদের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা শুরু
নির্বাচনের তফসিল ঘোষণায় বরগুনায় আনন্দ মিছিল, উৎসবের আমেজ
তফসিল ঘোষণায় যশোরের মানুষের গণতন্ত্রে ফেরার উৎসব শুরু
তফসিল ঘোষণার পর পরই চুয়াডাঙ্গা জেলা জুড়ে বইতে শুরু করেছে উৎসবের আমেজ
ভোটের মাঠে সরগরম লালমনিরহাট, তফসিলেই জেগেছে নতুন আশা
অস্ট্রেলিয়ায় শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে রেডিটের আইনি চ্যালেঞ্জ
১০