সীমান্তে ৬০ বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০০:৪১
ছবি : বাসস

কুমিল্লা, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ১১ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দিনব্যাপী বিভিন্ন স্থানে কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, অভিযানে প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ি এবং ৪০ লক্ষ ৯৫ হাজার টাকা মূল্যের একটি পিকআপসহ অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়। এসব পণ্য সীমান্তবর্তী কসবা ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।

৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। 

তিনি বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযানে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত পণ্যসমূহের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ১১ লক্ষ ৫ হাজার টাকা। আইনি প্রক্রিয়া শেষে এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাতার বৈঠকে ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ কার্যকর করতে পাক-আফগান সম্মত
আসামিকে কনডেমড সেলে রাখা নিয়ে আপিল শুনানি ২৮ অক্টোবর
গাঁজা পরিবহনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড
নাটোরে ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত
মানিকগঞ্জে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কাতারে পাকিস্তান-আফগানিস্তান শান্তি আলোচনা শুরু : তালেবান
জয়পুরহাটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু
নেতানিয়াহু আগামী বছরের নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 
শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার
ইয়েমেনে জাতিসংঘ ভবনে হুথি বিদ্রোহীদের হামলা
১০