গণিত ছাড়া আধুনিক জীবন অচল : খুবি উপাচার্য

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৫:০১ আপডেট: : ১৮ অক্টোবর ২০২৫, ১৫:১১
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম দু’দিনের ‘গ্র্যান্ড রিইউনিয়ন’ অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি : বাসস

খুলনা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘আধুনিক জীবনের এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে গণিত নেই’। এমন মন্তব্য করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। 

আধুনিক সভ্যতায় গণিতের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘গণিতই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স ও উন্নত প্রযুক্তির চালিকাশক্তি।’ 

দু’দিনের ‘গ্র্যান্ড রিইউনিয়ন’ অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এর মাল্টিপারপাস রুমে এটি শুরু হয়।

উপাচার্য গণিত বিভাগের সাবেক শিক্ষার্থীদের দেশ-বিদেশে অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, এসব অর্জন খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়িয়েছে।

এ সময় উপাচার্য বিভাগের সাবেক কৃতী শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর বর্ণাঢ্য একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

খুবি গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুন্সী শহীদ আনিস। সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন স্বাগত বক্তব্য দেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনুর রশিদ, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, গণিত ডিসিপ্লিনের (বিভাগ) সভাপতি অধ্যাপক ড. মো. আজমল হুদা, ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নজমুস সাদাত ও জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন, গণিত অ্যালামনাই প্রতিনিধি মো. আবু শামীম ও খুবি ম্যাথ ক্লাবের সভাপতি তাসবিহা তাবাসসুম পারমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০