পিরোজপুর, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় বাংলাদেশ নৌবাহিনী'র মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩০ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আজ শনিবার দুপুরে পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা ও কঁচা নদীর মোহনায় বানৌজা কুশিয়ারা নামে একটি যুদ্ধ জাহাজ নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
জাহাজের লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত জালগুলো উপজেলার আমড়াঝুড়ি এলাকার সন্ধ্যা নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম বিষয়টি বাসস'কে নিশ্চিত করে বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও সরকারি ব্যবস্থাপনা এবং বাংলাদেশ নৌবাহিনীর পরিকল্পনায় মা ইলিশ সংরক্ষণে আজকের এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো বলেন, এবারের অভিযানে নৌবাহিনী এ পর্যন্ত ৩২ লাখ ৯৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য ৬০ কোটি ৩৪ লাখ টাকা। নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা কুশিয়ারা বরগুনা, পিরোজপুরসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।