পিরোজপুরে ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৬:০১
আজ পিরোজপুরে ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস। ছবি : বাসস

‎পিরোজপুর, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় বাংলাদেশ নৌবাহিনী'র মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩০ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আজ শনিবার দুপুরে পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা ও কঁচা নদীর মোহনায় বানৌজা কুশিয়ারা নামে একটি যুদ্ধ জাহাজ নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। 

জাহাজের লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত জালগুলো উপজেলার আমড়াঝুড়ি এলাকার সন্ধ্যা নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম বিষয়টি বাসস'কে নিশ্চিত করে বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও সরকারি ব্যবস্থাপনা এবং বাংলাদেশ নৌবাহিনীর পরিকল্পনায় মা ইলিশ সংরক্ষণে আজকের এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, এবারের অভিযানে নৌবাহিনী এ পর্যন্ত ৩২ লাখ ৯৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য ৬০ কোটি ৩৪ লাখ টাকা। নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা কুশিয়ারা বরগুনা, পিরোজপুরসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার
‘আর্থ-সামাজিক উন্নয়নে আনসার সদস্যদের কার্যকর ভূমিকা পালন করতে হবে’
পাঁচটি শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে বিপিআই'র সমঝোতা স্মারক স্বাক্ষর
সোহরাওয়ার্দী উদ্যানে লালন উৎসব ও লালন মেলা উদযাপন  
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে ২৫ আনসার সদস্য আহত
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের আমিরের উদ্বেগ
১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠাল ইসরাইল
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী অভিজিৎকে রক্ষণশীল দলের নেতা হিসেবে পুনর্বহাল
বিএমইউতে ‘ইসলামী চিকিৎসা শিক্ষার বিবর্তন ও নৈতিক অনুশীলন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
১০