জুলাই বিপ্লবের ভিত্তি রচনা করেছিল শাপলা চত্বরের নির্মম হত্যাযজ্ঞ : ধর্ম উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৬:৪৮ আপডেট: : ১৮ অক্টোবর ২০২৫, ১৮:২৫
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হেফাজত ইসলামের শহীদদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবের ভিত্তি রচনা করেছিল ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সেই নির্মম হত্যাযজ্ঞ। তিনি বলেন ইতিহাস থেকে কখনোই শহীদদের রক্ত মুছে ফেলা যায় না। আজকের এই অনুষ্ঠান তারই জীবন্ত প্রমাণ।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হেফাজত ইসলামের শহীদ ৫৮ জন ও ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলনে শহীদ ১৯ জনের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদেরকে নৃশংসভাবে হত্যা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার মনে করেছিল বাংলাদেশ থেকে জুলুম নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনকে দমিয়ে দেয়া যাবে কিন্তু তা করা যায়নি।

তিনি বলেন, সেদিন শাপলা চত্বরে ৭ হাজারের অধিক পুলিশ র‌্যাব ও বিজিবি সশস্ত্র বাহিনীর সদস্যরা হেফাজত কর্মীদের উপর হামলা চালিয়েছিল। সেদিন প্রায় দেড় লাখ গুলি খরচ করা হয়েছিল। তারপরও ইতিহাস থেকে সেই ঘটনা মুছে ফেলা যায়নি। আগামীতেও কেউ এরকম করলে রেহাই পাবে না।

তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে হেফাজত ইসলামের সেই বিশাল আন্দোলনের সূত্র থেকেই ২০২৪ সালে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জম্ম হয়। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিবাদের নেত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়।

ধর্ম উপদেষ্টা হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের প্রতি ওই আন্দোলনের শহীদ এবং আহতদের একটি তালিকা প্রস্তুত করার জন্য আহ্বান জানিয়ে বলেন, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে যে কোন ধরনের সহযোগিতা থাকবে।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর ২০১৩ সালের ৫মে হেফাজতে ইসলামের শহীদদের নামে স্মৃতি স্তম্ভ তৈরি করা হবে। যাতে আজীবন বাংলাদেশের মানুষ তাদেরকে স্মরণ করে।

অনুষ্ঠানে শাহাদতবরণকারী শহীদদের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহিদী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুহিবুল্লাহ বাবুনগরী, মহাসচিব মাওলানা মাজেদুর রহমান, জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, খেলাফতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক, গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।

অনুষ্ঠানে হেফাজত ইসলামের আমীর মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০