সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি আটক

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৭:০৭

সিরাজগঞ্জ, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার রায়গঞ্জ উপজেলায় নিষিদ্ধ মাদক হেরোইনসহ লিটন হোসেন (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। 

শুক্রবার বিকাল পৌঁনে পাঁচটার দিকে রায়গঞ্জ উপজেলার সলংগা থানাধীন নলকা ওভার ব্রিজের উত্তরপাশের সিরাজগঞ্জগামী মহাসড়কে অভিযানকালে ওই ব্যক্তিকে আটক করা হয়। 

গ্রেফতারকৃত লিটন হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মানিক চক গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। 

আজ শনিবার র‌্যাব-১২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। 

র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল পৌঁনে পাঁচটার দিকে রায়গঞ্জ উপজেলার সলংগা থানাধীন নলকা ওভার ব্রিজের উত্তরপাশের সিরাজগঞ্জগামী মহাসড়কে অভিযানকালে ৩১১ গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইনসহ লিটন হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ একহাজার ১১০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত লিটন হোসেন দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ শহর ও আশপাশের এলাকায় হেরোইন ক্রয়-বিক্রয়ের বিষয়টি স্বীকার করেন। 

র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ নিষিদ্ধ হেরোইন সহ এক মাদক কারবারিকে আটকের বিষিয়টি 
নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আটককৃত আসামির বিরুদ্ধে সলংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪,৫৮১ মামলা 
পার্লামেন্টকে রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করতে হবে : ফখরুল
পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলবে না আফগানিস্তান
দক্ষিণ কোরিয়া ও চীন সফরে গেছেন বিমান বাহিনী প্রধান
৪৩তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ সোমবার শুরু
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটারেজ জাহাজ ডুবি
রোহিত-কোহলিকে নিয়ে কাল অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত
সমুদ্রে মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: নৌকা-জাল মেরামতে ব্যস্ত জেলেরা 
আগামীকাল নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট
জাতিসংঘ সাহায্য প্রধান বিধ্বস্ত গাজা সফরে ‘ব্যাপক কাজ’ করার পূর্বাভাস দিয়েছেন
১০