আয়কর আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ করল এনবিআর

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৭:১৩

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর আইন, ২০২৩-এর ইংরেজি সংস্করণ গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশ করেছে। গত ১৬ অক্টোবর বাংলা ভাষায় প্রণীত আয়কর আইন, ২০২৩-এর ইংরেজি সংস্করণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ বাতিল করে ২০২৩ সালে বাংলা ভাষায় নতুন আয়কর আইন প্রণীত হওয়ার পর থেকেই বিদেশি বিনিয়োগকারীরা সরকারি গেজেট আকারে আইনের ইংরেজি স্বীকৃত পাঠ প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন। ইংরেজি সংস্করণ না থাকায় তারা আইনের সঠিক ব্যাখ্যা ও প্রয়োগ নিয়ে সংশয় ও জটিলতায় পড়তেন।

সরকারি গেজেটে আয়কর আইন, ২০২৩-এর ইংরেজি সংস্করণ প্রকাশিত হওয়ায় দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা এখন আইন সম্পর্কে স্পষ্ট ধারণা ও ব্যাখ্যা পাবেন। এনবিআর মনে করে, এতে করদাতাদের আস্থা আরও বৃদ্ধি পাবে এবং আইন প্রয়োগে দ্ব্যর্থতা দূর হয়ে স্বচ্ছতা ও সঠিকতা নিশ্চিত হবে।

এনবিআর আরও জানিয়েছে, কাস্টমস আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর গেজেট ইংরেজি সংস্করণ প্রকাশের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। অচিরেই এই দুটি আইনের সরকারি স্বীকৃত ইংরেজি সংস্করণ গেজেট আকারে প্রকাশিত হবে, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালে বিভিন্ন দলের আনন্দ মিছিল
তফসিলকে স্বাগত জানিয়েছেন সুনামগঞ্জের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ
রুয়েটে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যায় গ্রেফতার ১
বাকৃবি সাংবাদিক সমিতির সদস্যদের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা শুরু
নির্বাচনের তফসিল ঘোষণায় বরগুনায় আনন্দ মিছিল, উৎসবের আমেজ
তফসিল ঘোষণায় যশোরের মানুষের গণতন্ত্রে ফেরার উৎসব শুরু
তফসিল ঘোষণার পর পরই চুয়াডাঙ্গা জেলা জুড়ে বইতে শুরু করেছে উৎসবের আমেজ
ভোটের মাঠে সরগরম লালমনিরহাট, তফসিলেই জেগেছে নতুন আশা
অস্ট্রেলিয়ায় শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে রেডিটের আইনি চ্যালেঞ্জ
১০