শেরপুর, ১৮ অক্টোবর ২০২৫ (বাসস): জেলা সদরে আজ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেল ৩ টায় জেলা শহরের সেকান্দার আলী কলেজ মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম।
জেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানার সভাপতিত্বে এবং জেলা বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশীদ পলাশের সঞ্চালনায় এ সমাবেশে জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, সাইফুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো.হযরত আলী ও যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, শফিকুল আলম চাঁন প্রমুখ বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নারী কর্মীরা উপস্থিত ছিলেন।