বান্দরবান, ১৮ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বান্দরবান পৌরসভার উদ্যোগে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে বান্দরবান পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি ।
বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এডভোকেট আবুল কালাম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়েজুর রহমান, ডা. নুরুল ইসলাম ফাহিম, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নুরুল আমিন চৌধুরী আরমান, প্রশাসনিক কর্মকর্তা করুনা কান্তি বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় পৌরসভা প্রাঙ্গনে রোগীদের চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে বিভিন্ন ওষুধ প্রদান করা হয়।