মুন্সীগঞ্জে ৮ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৮:৩৮
মুন্সীগঞ্জে আজ ৮ লাখ মিটার কারেন্ট জাল জব্দ। ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১৮ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার লৌহজং উপজেলায় আজ মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ১০ জেলেকে মোট ৩৩ হাজার সাতশ’ টাকা জরিমানা এবং ৮ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

আজ শনিবার লৌহজং উপজেলায় পদ্মা নদীতে শামুর বাড়ী এবং ডহরী এলাকায় মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রেজাউল করিমের নেতৃত্বে অভিযানকালে এসব কারেন্ট জাল জব্দ ও জরিমানা করা হয়।

লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, শনিবার অভিযানকালে নিষেধাজ্ঞার সময়ে নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ১০ জন জেলেকে আটক এবং আটলাখ মিটার অবৈধ কারেন্ট জব্দ করা হয়। এ সময় তাদের নিকট থেকে প্রায় ৩৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। 

পরে ভ্রাম্যমান আদালত আটককৃত ১০ জনকে মোট ৩৩ হাজার সাতশ’ টাকা জরিমানা করে। 

তিনি জানান, পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় প্রদান  হয়েছে। 

অভিযানকালে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন চার্লস জিকো বম, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ পারভেজ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম -সহ কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাংবাদিক নিখিল মানখিন আর নেই
দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রফেশনাল ইন্সটিটিউটগুলো ভূমিকা রাখতে পারে : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার
‘আর্থ-সামাজিক উন্নয়নে আনসার সদস্যদের কার্যকর ভূমিকা পালন করতে হবে’
পাঁচটি শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে বিপিআই'র সমঝোতা স্মারক স্বাক্ষর
সোহরাওয়ার্দী উদ্যানে লালন উৎসব ও লালন মেলা উদযাপন  
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে ২৫ আনসার সদস্য আহত
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের আমিরের উদ্বেগ
১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠাল ইসরাইল
১০