ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকার্যে সহায়তায় দুই প্লাটুন বিজিবি যোগ দিয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম আজ শনিবার এক ক্ষুদে বার্তায় বাসস’কে এ তথ্য জানান।
বার্তায় বলা হয়, শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনায় উদ্ধারকার্যে সহায়তা করতে দুই প্লাটুন বিজিবি যোগ দিয়েছে।
বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন নেভাতে ১৩টি ফায়ার স্টেশনের মোট ৩৬টি ইউনিট কাজ করছে।
এরআগে শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আকস্মিকভাবে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ২টা ৫০ মিনিটে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌছায় বিমানবন্দর ফায়ার স্টেশনসহ আশপাশের ৫টি ইউনিট।
পর্যায়ক্রমে ফায়ার স্টেশনের ইউনিট সংখ্যা বাড়ানো হয়।
প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।