ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : সম্প্রতি ঘোষিত জুলাই জাতীয় সনদের একটি আইনি ভিত্তির আহ্বান পুনর্ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই নথিটি জনগণের আকাঙ্ক্ষার যে সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করে, তা নিশ্চিত করার জন্য এই ধরনের পদক্ষেপ অপরিহার্য।
আজ শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটর এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আগেও এটা বলেছি এবং আজও আবার বলছি-যদি জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকে, তাহলে এর কোনো অর্থ থাকবে না। আমরা অনুষ্ঠানে অংশ নেইনি, কারণ আইনি ভিত্তি ছাড়া পুরো বিষয়টি জাতির সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই হবে না।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা এসময় উপস্থিত ছিলেন।
নাহিদ বলেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর তিনটি প্রধান জোটের মধ্যে যে রাজনৈতিক সমঝোতা হয়েছিল তা পরবর্তীতে অব্যাহত রাখা হয়নি। তাই সংবিধানের মতো গুরুত্বপূর্ণ জাতীয় দলিলের যেকোনো পরিবর্তনের জন্য এখন একটি স্পষ্ট আইনি ভিত্তি প্রয়োজন।
তিনি আরো বলেন, ‘১৯৭২ সালের সংবিধান রক্ষার আড়ালে পুরনো ফ্যাসিবাদী কাঠামো সংরক্ষণের জন্য দেশের ভেতর ও বাইরে উভয় জায়গা থেকেই প্রচেষ্টা চালানো হচ্ছে। বিভিন্ন উপায়ে সেই ফ্যাসিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখার এবং সুরক্ষিত করার চেষ্টা করা হচ্ছে।’
এনসিপি, অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং জুলাইয়ের গণআন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-জনতা জোটের চাপে সরকারের পক্ষে ঐকমত্য কমিশন গঠন এবং সংস্কার আলোচনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্তকে এনসিপি নেতা স্বাগত জানান।
নাহিদ বলেন, ‘জুলাইয়ের আন্দোলনের সময় আমাদের সংগ্রাম কেবল শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, বরং একটি ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধেও ছিল। রাজনৈতিক নেতৃত্বে কেবল পরিবর্তনই বাংলাদেশের গণতান্ত্রিক সংকটের সমাধান করবে না-এটিকে কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে।’
গতকাল শুক্রবার পুলিশ এবং জুলাই যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের কথা উল্লেখ করে নাহিদ বলেন, ‘গতকাল যা ঘটেছে তা শহীদদের পরিবারের প্রতি অপমান এবং জনগণের অংশগ্রহণকে অস্বীকার করা।’
তিনি আরো বলেন, জুলাই সনদ তখনই অর্থবহ হবে যখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস একটি আইনি ভিত্তি প্রদানের আদেশ জারি করবেন-যার পরে একটি জাতীয় গণভোট, নির্বাচিত সংসদ এবং নতুন সংবিধান প্রণয়নের জন্য একটি সাংবিধানিক পরিষদ গঠন করা হবে।
ব্রিফিংয়ে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদের আইনি স্বীকৃতির দাবিতে দলটি রাজপথে কর্মসূচি শুরু করবে।
তিনি আরো বলেন, আমরা ঐকমত্য কমিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। যদিও প্রাথমিকভাবে কিছু দল জুলাই সনদকে কেবল একটি ভদ্রলোকের চুক্তি বা রাজনৈতিক সমঝোতা হিসেবে বিবেচনা করতে চেয়েছিল, আমরা এটিকে আইনি বৈধতা দেওয়ার ওপর জোর দিয়েছি।
মানিক মিয়া অ্যাভিনিউতে শুক্রবার পুলিশ এবং জুলাই যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের ঘটনার তদন্তের দাবিও জানিয়েছে এনসিপি।