বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে : সাবেক এমপি শহীদুল আলম

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৯:৪৩
শহীদুল আলম তালুকদার শনিবার পটুয়াখালীর কালিশুরী হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।ছবি: বাসস

পটুয়াখালী, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : পটুয়াখালী-২ আসনের (বাউফল) সাবেক এমপি বিএনপি নেতা শহীদুল আলম তালুকদার বলেছেন, ‘এই দেশকে সঠিক নেতৃত্ব দিতে হলে বেগম খালেদা জিয়ার কোনো বিকল্প নেই, তারেক রহমানের কোনো বিকল্প নেই। বিএনপিই পারবে এ দেশকে এগিয়ে নিতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।’ 

আজ শনিবার উপজেলার কালিশুরী হাইস্কুল মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে এ দেশ আর পরনির্ভরশীল থাকবে না। এ দেশ উৎপাদন ও উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ হবে। তাই আসুন, আমরা সকলে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করি।’

আলহাজ আবদুস সালাম সিকদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, সালমা আলম লিলি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান সেলিম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে, রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল শুরু
বিমানবন্দরে আগুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ৫ হাজার পুলিশ সদস্য
বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ প্রকাশ
বিমানবন্দরের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে বশির, দ্রুত ফ্লাইট চলাচল পুনরায় শুরুর আশ্বাস
অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিবৃতি : নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে
ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল : সিইসি 
রিশাদের দুর্দান্ত বোলিংয়ে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
শাহজালাল বিমানবন্দরে আগুন আংশিক নিয়ন্ত্রণে
প্রথম ফাইফার রিশাদের
প্রতিবন্ধী দাবা অলিম্পিয়াড খেলতে কাজাখস্তান গেল বাংলাদেশ দল
১০