পঞ্চগড়, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় ক্রিয়েটিভ সাইন্স ক্লাবের আয়োজনে দিনব্যাপী সাইন্স ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল থেকে বিপি সররকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সাইন্স ফেস্টে জেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান স্ব স্ব প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে। এছড়াও বিতর্ক, রচনা এবং বিজ্ঞান বিষয়ে দেওয়াল লিখনসহ বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।
এ সময় রাজনৈতিক বিশ্লেষক, লেখক ও ব্যারিস্টার নওফেল জমির এবং জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ক্রিয়েটিভ সাইন্স ক্লাবের কর্নধার তন্ময় সিয়াম জানান, আমাদের আয়োজন সার্থক হয়েছে। বিভিন্ন স্টলে একদিকে দেওয়াল লিখন একদিকে নতুন নতুন প্রজেক্ট তৈরি করে স্টলগুলোতে প্রদর্শন করা হয়েছে। এতে করে বিজ্ঞান নিয়ে মানুষের মাঝে পজিটিভ চিন্তাধারা তৈরি হয়েছে। তাছাড়া বর্তমানে প্রযুক্তির সর্বোচ্চ প্রাসঙ্গিক এআই এর সুফল কুফল নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, প্রজেক্টগুলো বিচারকরা পরিদর্শন করে ফলাফল নির্ধারণ করে। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়।