রাজশাহী, ১৮ অক্টোবর ২০২৫ (বাসস): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক সালেহ হাসান নকীব এবং দুই প্রো-ভিসি অধ্যাপক মঈন উদ্দিন ও অধ্যাপক ফরিদ উদ্দিন খান রাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), ১৭টি হল কাউন্সিল এবং সিনেটে নির্বাচিত পাঁচজন ছাত্র প্রতিনিধিকে অভিনন্দন জানিয়েছেন।
তারা বলেন, ৩৫ বছরের দীর্ঘ বিরতির পর গত বৃহস্পতিবার নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এ বিজয় সবার।
অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। পদভারে আনন্দ নয়, বরং তা দায়িত্ব পালনের ঋণ।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় থাকলেও তাদের রাজনীতি সম্পর্কে সচেতন থাকা উচিত।
উপাচার্য নির্বাচিত কমিটিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, রাকসু কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের প্ল্যাটফর্ম নয়। দল এবং মত নির্বিশেষে রাকসু সব শিক্ষার্থীর জন্য।
নির্বাচিত কমিটির উচিত সচেতনভাবে কাজ করা, যাতে রাজনীতির কারণে রাকসুর মূল লক্ষ্যগুলোকে বাধাগ্রস্ত করতে না পারে।
শিক্ষার্থীদের কল্যাণে গঠনমূলক কাজের মাধ্যমে রাকসু একটি আদর্শ প্রতিষ্ঠান হয়ে উঠবে বলে ভিসি সালেহ হাসান নকীব আশা প্রকাশ করেন।
উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় সুষ্ঠুভাবে এ নির্বাচন আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, প্রধান রিটার্নিং অফিসার, রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট, প্রার্থী, গণমাধ্যম প্রতিনিধি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আন্তরিক ধন্যবাদ জানান।