খুলনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ২০:৪০

খুলনা, ১৮ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার খালিশপুরের আজ পুকুরের পানিতে ডুবে আমেনা খাতুন (৭) ও মোমিতা খাতুন (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শনিবার বেলা ১টার দিকে খালিশপুর থানার গোয়ালখালী এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত শিশু আমেনা খাতুন খালিশপুর এলাকার নয়াবাটি টুটুলের মোড় এলাকার পলাশ বেপারীর মেয়ে এবং শিশু মোমিতা খাতুন একই এলাকার আজিজুলের মেয়ে। উভয় শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবারও বেলা সাড়ে ১২টার দিকে তারা বাড়ির পাশের গোয়ালখালীর জাহাজের মোড় সংলগ্ন একটি বালির পুকুরে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন এবং কিছুক্ষণ পর সিঁড়ির খাদ থেকে অপর শিশুটির দেহ উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, আইনগত প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিপাইনে ফেংশেন ঝড় আতঙ্কে উপকূল ছাড়ছে বাসিন্দারা
জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা শেষ
দেশের জনগণকেই আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে : বিচারপতি ড. তারিক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে, রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল শুরু
বিমানবন্দরে আগুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ৫ হাজার পুলিশ সদস্য
বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ প্রকাশ
বিমানবন্দরের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে বশির, দ্রুত ফ্লাইট চলাচল পুনরায় শুরুর আশ্বাস
অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিবৃতি : নাশকতার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে
ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল : সিইসি 
রিশাদের দুর্দান্ত বোলিংয়ে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
১০