বিএমইউতে ‘ইসলামী চিকিৎসা শিক্ষার বিবর্তন ও নৈতিক অনুশীলন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ২৩:৪২
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে ‘ইসলামী চিকিৎসা শিক্ষার বিবর্তন ও নৈতিক অনুশীলন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিএমইউয়ের লেকচার হলে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিকিৎসা শিক্ষাবিদ, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থটস-এর সেক্রেটারি জেনারেল এবং কিং ফাহাদ মেডিক্যাল সিটি-এর ফ্যাকাল্টি অব মেডিসিন-এর অধ্যাপক ডা. ওমর হাসান কাসুলে। তিনি ইভালুয়েশন অব ইসলামিক মেডিকেল এডুকেশন এন্ড প্রাকটিস শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন বিএমইউর উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

মূল প্রবন্ধ উপস্থাপনের পর উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক ডা. ওমর হাসান কাসুলে। তিনি তাঁর বক্তব্যে ইসলামী নৈতিকতার ভিত্তিতে চিকিৎসা শিক্ষার আধুনিক বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, “ধর্মকে জনস্বার্থে ও রোগীদের কল্যাণে ব্যবহার করতে হবে। চিকিৎসকদের পেশাগত দায়বদ্ধতা থেকে রোগীদের কষ্ট অনুধাবন করে সেবা প্রদান করতে হবে। কোনোভাবেই রোগীকে তাঁর অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।”

তিনি আরও বলেন, “ছাত্রদের যথাযথ শিক্ষা প্রদানের দায়িত্ব শিক্ষকদের, এ কথা স্মরণে রেখে ইসলামী নীতি ও আদর্শ অনুসরণ করে চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষা প্রদান করলে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। একই সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার নৈতিক মানদণ্ড উন্নত হবে, যার সবচেয়ে বেশি উপকৃত হবেন রোগীরা। পাশাপাশি চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক গবেষণাখাতও ক্রমাগত উন্নতির দিকে এগিয়ে যাবে।”

সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং অধ্যাপক ডা. আবু খুলদুন আল মাহমুদ।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থটস (আইআইআইটি, ইউএসএ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
১০